বুধবার সকালে চেন্নাই থেকে ১৮০ কিমি দূরে কুড্ডালোর জেলায় নেভেলি লিগনাইট করপোরেশনের তাপবিদ্যুত্ কেন্দ্রের বয়লারে বিস্ফোরণ ঘটে। জানা গিয়েছে, বয়লারের দ্বিতীয় ধাপে বিস্ফোরণটি হয়েছে। সেই সময় সেখানে কাজ করছিলেন বেশ কয়েকজন কর্মী। ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্তত চারজনের। জখম হয়ে হাসপাতালে ভর্তি হন ১৩ জন। ঘটনাস্থলে পৌঁছান দমকলের আধিকারিকরা।
তাপবিদ্যুত্ কেন্দ্রের এক আধিকারিক জানিয়েছেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের সময় বয়লারটি সক্রিয় ছিল না। প্রসঙ্গত, গত দু মাসে এটা দ্বিতীয় বয়লার বিস্ফোরণের ঘটনা। গত মে মাসেই বয়লার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়েছিলেন ৮ কর্মী। এই বিদ্যুৎ কেন্দ্রে ১,৪৭০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন হয়।