এবার আনলক-1-এর ছোঁয়া লাগল দিঘা মোহনার মাছের বাজারেও। গত ১৫ জুন থেকে বাজার খোলার কথা থাকলেও বিভিন্ন মহলের আপত্তিতে তা পিছিয়ে ১ জুলাই করা হয়। সেই মতোই আজ, বুধবার থেকে খুলে গেল দিঘা মোহনার পাইকারি মাছের বাজার। সেই সঙ্গে খুলল শঙ্করপুর, পেটুয়া, শৌলা মৎস্য বন্দরও। রাজ্য তো বটেই, এটি উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় সামুদ্রিক মাছের বাজার।
কাঁথি মৎস্য দপ্তরের সহ-মৎস্য অধিকর্তা(সামুদ্রিক) সুরজিৎ বাগ বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনেই বাজার খোলার অনুমতি দেওয়া হয়েছে। সেজন্য মাস্ক, গ্লাভস, গামবুট পরা বাধ্যতামূলক এবং নির্দিষ্ট সময় অন্তর বাজার স্যানিটাইজ করতে হবে।’
অন্য দিকে, বাজার খুললেও সমুদ্রের রূপালি শস্য ইলিশের এখনও তেমনভাবে দেখা মেলেনি। তাই কিছুটা হতাশ মৎস্যজীবীরাও। মৎস্যজীবীরা জানাচ্ছেন, লকডাউন ওঠার পর সমুদ্রে নামা ট্রলারে এখনও তেমন ইলিশ ধরা পড়েনি। তবে পমফ্রেট, চিংড়ি-সহ অন্যান্য মাছ প্রচুর পরিমাণে ধরা পড়ছে। যদিও তেলের দামবৃদ্ধি ও লকডাউনের কারণে নৌকার রেজিস্ট্রেশন করাতে না পারায় অনেক মৎস্যজীবীই এখনও সমুদ্রে নামতে পারেননি।
#karanjohar#kanganaranawat#completely#ignores#karanjohar#filmfareaward💞😆 pic.twitter.com/pzU12qpfoV
— aamarsakal.com (@aamarsakal) July 1, 2020
মৎস্য দপ্তর সূত্রে জানানো হয়েছে নৌকার রেজিস্ট্রেশন ৩১ জুলাই পর্যন্ত করা যাবে।
দিঘা ফিসারম্যান অ্যান্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস বলেন, ‘বাজারে আসা প্রত্যেককেই থার্মাল স্ক্রিনিং করা হবে। গ্লাভস, মাস্ক ও পা ঢাকা গামবুট না পরলে বাজারে ঢুকতে দেওয়া হবে না। বাজার খোলার আগে ভালো করে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।’