নাবালকদের দিয়ে পচাগলা দেহ খাল থেকে তোলাচ্ছে পুলিশ, ভাইরাল ভিডিও।

নাবালকদের দিয়ে পচাগলা দেহ খাল থেকে তোলাচ্ছে, আর এক সাব-ইনস্পেক্টর ও কনস্টেবল দূরে দাঁড়িয়ে দেখছে। আদিত্যনাথ যোগী রাজ্যে এ ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই সমালোচনার ঝড় বইছে। জানা গিয়েছে, সকালে ওয়ালিপুর-গাং খালে একটি অজ্ঞাতপরিচয় মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। দেহটি একটি কালভার্টের কাছে আটকে ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে যান কোতোয়ালি থানার এক সাব-ইনস্পেক্টর ও একজন কনস্টেবল। তাঁরাই খাল থেকে মৃতদেহটি টেনে বের করে আনতে স্থানীয় শিশুদের কাজে লাগান বলে অভিযোগ। বুলন্দশহরের সিনিয়র সুপারিনটেনডেন্ট সন্তোষ সিং জানিয়েছেন, ‘আমরাও ভিডিয়োটি দেখেছি। যেখানে দেখা যাচ্ছে, একটি কাঠের লাঠি দিয়ে মৃতদেহটিকে খালের একপাশ থেকে টেনে বের করে আনছে শিশুরা। আর পাশে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছেন সাব ইন্সপেক্টর ও কনস্টেবল। পুলিশের এই আচরণ যে মোটেই ভালো নয়, তাতে কোনও সন্দেহ নেই। আর এ ধরনের আচরণের প্রভাব গোটা ডিপার্টমেন্টের উপর পড়ে। ভিডিয়োয় যে বাচ্চাদের দেখা গিয়েছে, তারা প্রত্যেকেই নাবালক।। এ ধরনের কাজে তাদের সাহায্য কখনওই নেওয়া উচিত না।’ এই খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই সাব ইন্সপেক্টর রাম নরেশ ও কনস্টেবল মহাবীরকে পুলিশ লাইনে বদলি করা হয়েছে। পাশাপাশি ওই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন