অবশেষে অপেক্ষা ইতি। বেশ ভাল পরিমাণে ইলিশের দেখা মিলল দিঘায়। আর মৎসজীবী ও বিশেষজ্ঞদের অনুমান অনুযায়ী বেশ বড় মাপের ইলিশ-ই মিলেছে। গড়ে ৮০০ গ্রাম থেকে ১ কেজির বেশি ওজনের ইলিশ উঠেছে বেশ ভাল পরিমাণে। সোমবার দিঘা মোহনায় ইলিশের দাম ছিল ৬০০ থেকে ৮০০ টাকা।
#mumbaimaharashtra#mumbaidoctorrichanegi#coronaworriors#tryingtokeepsmiling#withherdance#withppekit#hotsummerweather😷💝👏 pic.twitter.com/Rlf73wrXIi
— aamarsakal.com (@aamarsakal) July 5, 2020
গত ১ জুলাই ইলিশ ধরার জন্য গভীর সমুদ্রে পাড়ি দেওয়া বড় ট্রলারগুলির মধ্যে কয়েকটি ফিরে এসেছে দিঘা মোহনায়। মৎস্যজীবীরা জানাচ্ছেন, এতদিন পর সমুদ্রে ইলিশ ধরা পড়ার পরিবেশ তৈরি হয়েছে। এমনকি এ বছর ইলিশ ধরার পরিবেশ আগের বছরের থেকেও বেশ ভালো। তাই এ বছর বেশ ভালো পরিমাণে ইলিশ জালে পড়ার আশা করছেন মৎসজীবীরা। ইলশেগুঁড়ি বৃষ্টি সহ পূবলি হাওয়ায় আরও ইলিশ ধরা পড়বে আর আগামী কয়েকদিনের মধ্যেই। এমনটাই আশা করছেন দিঘার মৎসজীবীরা। তবে ইলিশের দেখা মেলায় ট্রলার মালিক থেকে ব্যবসায়ী, মৎস্যজীবী সবাই খুশি।