আফ্রিকার বতসোয়ানার মাস দু’য়েকের মধ্যে মারা গিয়েছে প্রায় সাড়ে তিনশ হাতি। আশঙ্কা করা হচ্ছে, হাতিরা কোনও অজানা রোগের শিকার হয়েছে। চোরাশিকারীদের হাতে যে বতসোয়ানার হাতিগুলি মারা পড়েছে এমন কোনও প্রমাণ নেই। কারণ মৃত হাতিদের দেহে আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর আগে হাতিগুলো টলতে টলতে হাঁটছে। মনে হচ্ছে তাদের পা অবশ হয়ে গিয়েছে। কয়েকটি হাতিকে দেখা গিয়েছে গোল হয়ে একই জায়গায় চক্কর দিচ্ছে। তাদের দল এগিয়ে যাচ্ছে, কিন্তু তারা যেতে পারছে না। মনে হচ্ছে এই হাতিগুলি স্নায়ুতন্ত্রের কোনও রোগে আক্রান্ত হয়েছে। হচ্ছে এই হাতিগুলি স্নায়ুতন্ত্রের কোনও রোগে আক্রান্ত হয়েছে। মে মাসের শুরুতে ওকাভানগো ব-দ্বীপে প্রথম
#IndiansUnitedAgainstChina#bsnlyelecommunication#chinesetechnology#nottouse#centralplanningaboutthe#issueafter#aftermathofchina📡🍜🐉🐲 pic.twitter.com/8DtkfAkSLu
— aamarsakal.com (@aamarsakal) June 19, 2020
অনেকগুলি হাতিকে মরে পড়ে থাকতে দেখা যায়। মে মাসে ওই ব-দ্বীপে মারা যায় ১৬৯ টি হাতি। জুনের মাঝামাঝি মৃত্যুর সংখ্যা হয় এর ডবল। মৃত হাতিগুলির ৭০ শতাংশ কোনও না কোনও জলাশয়ের আশপাশে পড়েছিল। বতসোয়ানার পরিবেশমন্ত্রক জানিয়েছে, মৃত হাতিদের দেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। জিম্বাবোয়ে, দক্ষিণ আফ্রিকা ও কানাডার তিনটি গবেষণাগারে সেই নমুনা পরীক্ষা করা হচ্ছে। একসঙ্গে এত হাতি মৃত্যুর ঘটনায় চিন্তিত বিশেষজ্ঞ মহল।