১২০ বছরের ইতিহাসে সব টুর্নামেন্ট মিলে ৯০০০তম গোল বার্সেলোনার।

বার্সেলোনার হয়ে রবিবার রাতে আনসু ফাতি যে গোলটি করেন, তা ক্লাবের ১২০ বছরের ইতিহাসে সব টুর্নামেন্ট মিলে ৯০০০তম গোল। অর্থাৎ বলা যেতেই পারে আনসু ফাতির গোলে ৯০০০ গোলের মাইলস্টোন পেরোনো। মেসি-গ্রিয়াজমানের চমৎকার যুগলবন্দিতে গোল। গোল না পেলেও এলএম টেনের এক জোড়া অ্যাসিস্ট। দুর্দান্ত এম-এস-জি ত্রয়ী। সবই হল রবিবার রাতে, বিয়ারিয়ালের মাঠে। ম্যাচশেষে বার্সেলোনা প্রেসিডেন্ট খোসেপ মারিয়া বার্তোমেউ জানিয়ে দিলেন, মেসি কেরিয়ার শেষ

করবেন বার্সেলোনাতেই। বার্তোমেউ বলেন, ‘আমি এ ব্যাপারে বিশদে কিছু বলতে চাই না। শুধু এ টুকু বলতে চাই, মেসি অনেকবার বলেছে, বার্সেলোনাতেই কেরিয়ার শেষ করতে চায়।’ এ দিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মেসির একটা ছবি। বাঁ-হাতের উপর ডান হাতের তিনটে আঙুল রেখে পজিশন বোঝাচ্ছেন সুয়ারেস ও পিকে-কে। যা দেখে অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলছেন, ‘ম্যানেজার মেসি’। কোচ কিকে সেতিয়েনের উপর সিনিয়রদের ঘোর অনাস্থা, তাই মেসিই তুলে নিয়েছেন ম্যানেজারের দায়িত্ব।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন