ঝাড়গ্রাম জেলার কেয়াঝরিয়া গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে একটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিনিধি :  দাঁতালের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নয়াগ্রাম ব্লকের পূর্ব কেয়াঝরিয়া এলাকায়। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের চাঁদাবিলা রেঞ্জের পূর্ব কেয়াঝরিয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে কেয়াঝরিয়া গ্রামের বাসিন্দারা মাঠে যাওয়ার সময় দেখতে পায় একটি পূর্ণবয়স্ক দাঁতাল মৃত অবস্থায় মাঠের মধ্যে পড়ে রয়েছে। এরপর স্থানীয় মানুষজনেরা চাঁদাবিলা রেঞ্জে খবর দিলে বনকর্মীরা এসে মৃত দাঁতালটিকে উদ্ধার করে নিয়ে যায়। বনদফতর সুত্রে জানা গিয়েছে, হাতিটির যেখানে মৃত্যু হয়েছে৷ তার উপর দিয়ে উচ্চ পরিবাহী বিদ্যুতের তার গিয়েছে। তাই প্রাথমিক তদন্তে বনকর্মীদের অনুমান বিদ্যুৎপৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে হাতিটির। বনদফতর সুত্রে জানা গিয়েছে গত তিন চারদিন আগে ওড়িশার দিক থেকে প্রায় দশ বারোটি হাতি নয়গ্রাম হয়ে চাঁদাবিলা রেঞ্জ এলাকায় ঢুকেছিল। তবে আপাতত ওই হাতি গুলি ঝাড়্গ্রামের লোধাশুলির জঙ্গলে রয়েছে। এবিষয়ে খড়্গপুর বনবিভাগের ডিএফও অরূপ মুখোপাধ্যায় বলেন একটি পূর্ণবয়স্ক হাতির মৃত্যুর ঘটনা ঘটেছে। হাতিটিকে চাঁদাবিলা রেঞ্জে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ময়নাতদন্ত করা হবে৷ উল্লেখ্য সাম্প্রতিক পশ্চিম মেদিনীপুরের চাঁদড়া এলাকায় বিদ্যুতের তারে পিষ্ট হয়ে দুটি হাতির মৃত্যু হয়েছিল। এদিন আবার সেই বিদ্যুতের তারে পিষ্ট হয়ে হাতির মৃত্যুর ঘটনা ঘটেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন