আমার সকাল : 'আমার স্বামীর হাত থেকে বাঁচান, আমি ভারতীয়', রক্তাত অবস্থায় টুইটারে ভিডিও পোস্ট করলেন স্ত্রী

নিজস্ব প্রতিনিধি : আমাকে স্বামীর হাত থেকে বাঁচান! আমি ভারতীয়! সম্প্রতি, গত ১২ নভেম্বর রক্তাত অবস্থায় স্যোশাল মিডিয়ায় সাহায্য চাইলেন ৩৩ বছরের এক মহিলা। ঘটনাটি ঘটেছে, শারজায়। ভিডিও দেখার পর গত বুধবার রাতে ওই মহিলার স্বামীকে গ্রেফতার করে পুলিশ। স্বামীর নাম মহম্মদ খিজার উল্লা (৪৭)।

ওই মহিলার ভিডিওতে দেখা যায়, তাঁর একটি চোখ থেকে রক্ত পড়ছে। কাঁদতে কাঁদতে তিনি বলেন, স্বামী তাঁকে মারধর করেছেন। জেসমিন টুইট করেছেন, “আমাকে এখনই সাহায্য করুন। আমার নাম জেসমিন সুলতান। আমি সংযুক্ত আরব আমিরশাহির শারজায় বাস করি। আমাকে স্বামী প্রচণ্ড মারধর করেছেন… আমাকে বাঁচান। স্বামী জেসমিনের পাসপোর্ট কেড়ে নিয়েছেন।”

তাঁদের বছর সাতের আগে বিয়ে হয়েছে ও তাঁদের দু’টি সন্তান। তিনি সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন, তাঁকে বেঙ্গালুরুতে ফিরিয়ে দেওয়া হোক। সেখানে তাঁর বাপের বাড়ি। শারজায় থাকলে তিনি সন্তানদের মানুষ করতে পারবেন না।

শারজা পুলিশ জানিয়েছে, জেসমিনকে দেশে ফিরে যেতে সাহায্য করা হবে কিনা, তা নিয়ে উপযুক্ত কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।

https://aamarsakal.com/2019/11/14/aamar-sokal-november-19-the-supreme-court-has-sent-the-sharimala-debate-to-a-larger-bench-of-justices/

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন