৪৫ জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের।

দেশ ধীরে ধীরে আনলকের পথে হাঁটছে। সেজন্য এবার রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে, আপাতত ১২ অগস্ট পর্যন্ত সব প্যাসেঞ্জার, এক্সপ্রেস ও লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র বিশেষ ট্রেন চলছে। সেই তালিকায় যুক্ত হতে চলেছে আরও ৯০টি বিশেষ ট্রেন।রেলমন্ত্রক সূত্রে খবর, আরও ৯০ টি অর্থাৎ ৪৫ জোড়া বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকে এই ট্রেনগুলি চালানোর সিদ্ধান্ত নেওয়া ভয়েছে। আপাতত এই ট্রেনের তালিকা পাঠানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে। সেখান থেকে অনুমতি মেলার পরেই এই পরিষেবা শুরু হয়ে যাবে। সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক চললে আগামী সপ্তাহের শুরু থেকেই এই ট্রেন চলাচল শুরু হবে। এতে যাত্রীদের আরও কিছুটা সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। জানানো হয়েছে, এই ট্রেনগুলিতে যাত্রা করতে হলে আইআরসিটিসির ওয়েবসাইটে গিয়ে টিকিট বুক করতে হবে। কিছু সিট তৎকাল পরিষেবার জন্য থাকবে। বাকিটা নির্দিষ্ট নিয়মেই বুক করতে পারা যাবে। তবে যাতায়াতের সময় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ও রেলমন্ত্রকের তরফে যে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেগুলি মেনে চলতে হবে যাত্রীদের। এই নিয়মের অন্যথা হলে যাত্রা করতে দেওয়া হবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন