আদিত্যনাথ যোগী রাজ্যের নির্মম হত্যার সাক্ষী থাকল। এক কিশোরীকে করোনা আক্রান্ত সন্দেহে চলন্ত বাস থেকে ছুঁড়ে ফেলা হল। রাস্তায় ৩০ মিনিট সেভাবেই পড়ে থেকে ওই তরুণের মৃত্যু হয়। বছর ১৯ -এর ওই তরুণী মায়ের সঙ্গে দিল্লি থেকে উত্তরপ্রদেশের শিকোহাবাদগামী বাসে উঠেছিলেন। সেদিন তার শরীরটা খুব একটা ভালো ছিল না। সেই থেকেই বাসের মধ্যে গুজব ওঠে, ওই তরুণী করোনা আক্রান্ত। এরপর যাত্রী, চাল কনডাক্টর সকলে মিলেমিশে চলন্ত বাস থেকে ওই তরুণীকে ছুঁড়ে ফেলে দেয়। তার এবং তার মায়ের হাজার কাকুতি-মিনতি কানে ওঠেনি। গত ১৫ জুন এই ঘটনা ঘটলেও গত বৃহস্পতিবার এই ঘটনার তদন্তের দেওয়ার পরই তা জানাজানি হয়। দিল্লি কমিশন ফর উইমেন উত্তরপ্রদেশ পুলিশের কাছে এই বিষয়ে রিপোর্ট দাবি করে। এরপর তদন্তের নির্দেশ দেওয়া হয়। এমনকি মথুরা থানার পুলিশ প্রথমে অভিযোগ নিতে চায়নি। কেন প্রথমে অভিযোগ নেওয়া হয়নি, সেবিষয়ে দিল্লি কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল মথুরার এসএসপি-র কাছে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন।