১৬ মার্চ থেকে টানা ৮২ দিন অপরিবর্তিত থাকার পর বেড়েই চলে পেট্রল-ডিজেলের দাম। আর বর্তমানে দিল্লিতে পেট্রোলের থেকে ডিজেলের দাম বেশি। যা সত্যিই নজিরবিহীন। অবশ্য বৃহস্পতি ও শুক্রবারের পর শনিবারও চার মেট্রো শহর কলকাতা, দিল্লি, মুম্বাই,চেন্নাইয়ে অপরিবর্তিত পেট্রল ও ডিজেলের দাম। কেননা প্রায় সবসময়ই ডিজেলের থেকে পেট্রোলের মূল্য বেশি থাকে। সোমবার কলকাতায় লিটারপিছু পেট্রলের দাম বেড়ে হয় ৮২.১০ টাকা। ডিজেলের দাম লিটারে বেড়ে হয় ৭৫.৬৪ টাকা। দিল্লিতে লিটারপিছু পেট্রলের দাম হয় ৮০.৪৩ টাকা। ডিজেলের দাম লিটারে বেড়ে হয় ৮০.৫৩ টাকা। মুম্বাইয়ে লিটারপিছু পেট্রলের দাম বেড়ে হয় ৮৬.৯১ টাকা। ডিজেলের দাম লিটারে বেড়ে হয় ৭৮.৫১ টাকা। চেন্নাইয়ে লিটারপিছু পেট্রলের দাম বেড়ে হয় ৮৩.৩৭ টাকা। ডিজেলের দাম লিটারে বেড়ে হয় ৭৭.৪৪ টাকা। উল্লেখ্য, বৃহস্পতিবার গ্লোবাল এনার্জি সুপারমেজর বিপি পিএলসি গোষ্ঠীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে রিলায়েন্স গোষ্ঠী। খুচরো জ্বালানি তেল ব্যবসায়ে বিনিয়োগ করতে চলছে রিলায়েন্স। এই দুই গোষ্ঠীর যৌথ সংস্থার নাম ‘রিলায়্যান্স বিপি মোবিলিটি’।