করোনা সংক্রমণ ও লকডাউনের জেরে দেশের অর্থনীতি সহ বড় ধাক্কা খেয়েছে অসামরিক বিমান পরিষেবা। দু’মাসের উপর বন্ধ থাকার পরে শুরু হয়েছে অন্তর্দেশীয় বিমান পরিষেবা। আন্তর্জাতিক বিমান পরিষেবা এখনও বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে বিমান কোম্পানিতে টাকার সমস্যা মেটাতে কর্মচারীদের নতুন প্রস্তাব দিল এয়ার ইন্ডিয়া। ৬০ শতাংশ বেতন নিয়ে সপ্তাহে তিনদিন কাজ করার প্রস্তাব দেওয়া হল তাঁদের। শুক্রবার এয়ার ইন্ডিয়ার তরফে এই ‘শর্টার ওয়ার্কিং উইক স্কিম’-এর ঘোষণা
Even the PMO isn’t confident about what the PM says – hence the contradiction in the statements. #ModiSurrendersToChina pic.twitter.com/x1MaOIXm2V
— Congress (@INCIndia) June 20, 2020
করা হয়। এই স্কিমের আওতায় পাইলট ও কেবিন ক্রু ছাড়া বাকি স্থায়ী কর্মীরা চাইলে সপ্তাহে তিনদিন কাজ করতে পারেন। সেক্ষেত্রে ৬০ শতাংশ বেতন তাঁদের দেওয়া হবে। এই শর্তে রাজি থাকলে তাঁদের কাজ করতে কোনও সমস্যা নেই বলেই জানিয়েছে এয়ার ইন্ডিয়া। এই প্রস্তাবে যাঁরা রাজি থাকবেন তাঁদের চাকরি যাবে না বলেও জানানো হয়েছে। এই সময়ে সপ্তাহের বাকি দিনগুলিতে অন্য কোনও কাজ কর্মীরা করতে পারবেন না বলেই জানিয়েছে বিমান সংস্থা। অর্থাৎ ৬০ শতাংশ বেতনেই তাঁদের চালাতে হবে। করোনা সংক্রমণ ও লকডাউনের পরে লাভের অঙ্ক বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।