২১ জুন অর্থাৎ রবিবার এই বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব৷ ১৯৩৮ সালের পর ২০২০ সালে উত্তরায়ণে সূর্যগ্রহণের স্বাক্ষী থাকবে ভারত। এদিন সূর্যকে ঢেকে দেবে চাঁদ, তৈরি হবে আগুনের আংটি বা রিং অফ ফায়ার ! ভারতের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাবে এই গ্রহণ। গ্রহণের দিন রিং অফ ফায়ার বা আগুনে আংটি দেখা যাবে কয়েকটি জায়গা থেকে৷ ২১ জুন উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন৷ আর ওই উত্তরায়ণের দিনই গ্রহণ হচ্ছে৷ ভারতীয় সময় সকাল ৯টা ১৫ মিনিট ৫৮ সেকেন্ডে শুরু হবে এই গ্রহণ। তবে, সম্পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে সকাল ১০টা বেজে ১৭ মিনিট ৪৫ সেকেন্ডে। বেলা ১২টা বেজে ১০ মিনিট ৪ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হবে এই সূর্যগ্রহণ। শেষ হবে দুপুর ২টো বেজে ২ মিনিট ১৭ সেকেন্ডে। তবে পূর্ণ নয়, একে বলয়গ্রাস সূর্যগ্রহণ বলছেন বিশেষজ্ঞরা৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন,
New #science from #Mars! Scientists using my @ExoMars_NOMAD instrument have detected glowing green oxygen in the atmosphere of the Red Planet – the first time this emission has been seen around a planet other than Earth 👍
Details: https://t.co/wcYLCG6rU3
📷 Artist’s impression pic.twitter.com/AtLeMeWUYE
— ExoMars orbiter (@ESA_TGO) June 15, 2020
কলকাতায় আংশিক গ্রহণ শুরু হবে সকাল ১০.৪৬ মিনিটে, এবং সর্বাধিক গ্রহণ দেখা যাবে দুপুর ১২.৩৫ মিনিটে। আর শেষ হবে দুপুর ২.১৭ মিনিটে। কলকাতার আকাশে সূর্যকে ৭২ শতাংশ ঢেকে ফেলবে চাঁদ৷ উল্লেখ্য সূর্য গ্রহণের সূতক কাল ১২ ঘণ্টা আগেই শুরু হয়ে যায়। সে ক্ষেত্রে ২০ জুন রাত ১০টা ২০ মিনিট থেকে সূতক লেগে যাবে। আমাদের দেশ ছাড়া নেপাল, পাকিস্তান, সৌদি আরব, সংযুক্ত আরবআমিরশাহী, ইথিওপিয়া এবং কঙ্গোতে দেখা যাবে এই গ্রহণ। তবে, খালি চোখে কখনই সূর্যগ্রহণ দেখা উচিত নয়। এতে চোখে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। দূরবীন, ক্যামেরার লেন্স, টেলিস্কোপ দিয়েই সূর্যগ্রহণ দেখতে বলেন বিশেষজ্ঞরা। ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে এক মিডিয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতে বলয়গ্রাসের তুঙ্গে সূর্যের প্রায় ৯৮.৬ শতাংশ ঢাকবে চাঁদের ছায়ায়। রবিবার সূর্যগ্রহণটি ২০২০ সালের প্রথম সূর্যগ্রহণ৷ তারপরের গ্রহণটি হবে ১৪ ডিসেম্বর৷ আগামীকালের এই গ্রহণ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দেশবাসী।