টাকা নিয়ে বচসার জেরে খুন হলেন এক যৌন কর্মী। হুগলির চণ্ডীতলা থানার পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। ধৃত নিজের অপরাধ স্বীকার করেছে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, হাওড়া আনন্দনগরের পশ্চিম শান্তিনগরের বাসিন্দা বছর পঁয়ত্রিশের দীপঙ্কর বিশ্বাস ও তাঁর দাদা সম্প্রতি হুগলির চণ্ডীতলা থানা এলাকার গরলগাছার বেরেপাড়ায় একটি বাড়ি কেনেন। সেই বাড়িটি মূলত ফাঁকাই পড়ে থাকে। মাঝেমধ্যে তাঁরা এসে দেখভাল করে যান। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উল্টোডাঙা থেকে ভ্রাম্যমাণ এক
आत्मनिर्भर भारत के लिए आत्मनिर्भर किसान भी जरूरी है। अब किसान अपने राज्य के बाहर किसी भी बाजार में फसल बेच सकता है।
कोल्ड स्टोरेज बनाने और किसानों को बाजार से जोड़ने के लिए 1 लाख करोड़ रुपये का निवेश किया जाएगा। गांवों के पास ही लोकल उत्पादों से जुड़े उद्योग भी लगाए जाएंगे। pic.twitter.com/e5OhfwBfFO
— Narendra Modi (@narendramodi) June 20, 2020
যৌনকর্মীকে ওই বাড়িতে নিয়ে আসেন দীপঙ্কর। অভিযুক্ত দীপঙ্করের বয়ান অনুযায়ী, প্রথমে তিন হাজার টাকায় রফা হলেও পরে পাঁচ হাজার টাকা দাবি করেন ওই যৌনকর্মী। এই নিয়ে তাঁদের দু’জনের মধ্যে বচসা শুরু হয়ে যায়। পরে ওই যৌনকর্মী হুমকি দেন, পুরো পাঁচ হাজার টাকা না দিলে চিৎকার করে তিনি লোক জড়ো করবেন। তখন কাটারি দিয়ে ওই যৌনকর্মীর মাথায় আঘাত করে অভিযুক্ত। তীব্র আঘাতে লুটিয়ে পড়েন তিনি। এরপর তালা দিয়ে পালিয়ে যান দীপঙ্কর। পরে ফিরে এসে ঘরের চাল খুলে ভিতরে ঢোকেন। তখনই প্রতিবেশীদের হাতে ধরা পরে যান অভিযুক্ত। পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তি তার দোষ স্বীকার করে নিয়েছে। তাকে শনিবার আদালতে পেশ করা হয়। অভিযুক্তকে পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।