জেসিকা লাল হত্যকাণ্ডে ছাড়া পেলেন মনু শর্মা ।

জেসিকা লাল হত্যকাণ্ডে ছাড়া পেলেন মূল অভিযুক্ত মনু শর্মা। দেশের অন্যতম উচ্চ পর্যায়ের খুনের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড হয় সিদ্ধার্থ বশিষ্ঠ ওরফে মনু শর্মার। এর আগেও তিনি ছাড়া পেয়েছিলেন একবার। সোমবার আরও ১৮ জন বন্দির সঙ্গে তিহাড় জেল থেকে মুক্তি দেওয়া হয় তাঁকে। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজাল এই মুক্তির আবেদন মঞ্জুর করেছেন। দিল্লি সরকারের সেনটেন্স রিভিউ বোর্ডের তরফে মনু শর্মাকে মুক্তি দেওয়ার প্রস্তাব রাখা হয়েছিল তাঁর কাছে।

গত মাসে দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রী সত্যেন্দ্র জৈন একটি বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছিলেন। মনু শর্মা প্রায় ১৭ বছর কারাবাসে ছিলেন। করোনা ভাইরাস সংক্রমণের সময়ে আরও বহু বন্দির মতো প্যারোলে মুক্তি পেয়েছিলেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিনোদ শর্মার ছেলে মনু শর্মা ২০০৬ সালে মডেল জেসিকা লালকে খুন করার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। ১৯৯৯ সালে দিল্লির একটি পার্টিতে তাকে মদ সার্ভ করতে না চাওয়ার জন্য গুলি করে জেসিকা লালকে করেছিলেন মনু শর্মা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন