করোনা ছড়ানোর আশঙ্কায় ১০ হাজার মিঙ্ক মেরে ফেলবে নেদারল্যান্ডস।

মিঙ্ক থেকে মানুষের শরীরে ছড়াচ্ছে করোনাভাইরাস! শুধু তাই নয়, ডাচ সরকারের ফুড অথরিটি বলছে, দেশের ১২০টি বড় খামারের মধ্যে ১০টিতে করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে ইতিমধ্যেই। তাই সমস্ত সংক্রামিত খামারের মিঙ্কগুলিকে মেরে ফেলা হবে বলে ঠিক হয়েছে।তবে মিঙ্ক থেকে মানুষের শরীরে করোনা ছড়ানো নিয়ে যে গবেষণা চলছে, তার ফলাফলের পরিপ্রেক্ষিতে দেশটির সব মিঙ্ক ফার্মে অ্যান্টিবডি পরীক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানা গেছে।

এ-ও স্পষ্ট, যে সংক্রামিত দু’টি ফার্মে যে কোভিড ১৯ ভাইরাস পাওয়া গেছে, সেগুলোর অনেকটা একই ধরনের। অবশ্য নিশ্চিত হয়েই এই সিদ্ধান্ত নেওয়া হবে। মিঙ্ক আসলে এক ধরনের স্তন্যপায়ী প্রাণী, অনেকটা বেজির মতো দেখতে। জমির পাশাপাশি জলেও থাকে। উভচর এই প্রাণীটির মূল্যবান পশমের জন্য এটি চাষ হয় নেদারল্যান্ডসে। কিন্তু গত মাসের ২৭ তারিখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু জানায়, ডাট কৃষকরা মিঙ্ক থেকে করোনায় আক্রান্ত হচ্ছেন বলে আশঙ্কা। সম্ভবত এটাই প্রাণিদেহ থেকে মানুষের দেহে করোনা সংক্রমণের প্রথম উদাহরণ চিনের বাইরে। অন্তত দুটো ক্ষেত্রে বেজি প্রজাতির এই প্রাণীটি থেকে মানব দেহে করোনা ভাইরাসের সংক্রমণের ঘটনা নিশ্চিত করা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন