এই প্রথম কোনও নদীগর্ভে অনুসন্ধান চালিয়ে প্রাচীন মন্দিরের খোঁজ পেলেন প্রত্নতাত্ত্বিকরা। ওডিশার কটকে মহানদীর বুকে প্রাচীন মন্দিরের খোঁজ পেলেন ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচারাল হেরিটেজ (ইনট্যাকে) আর্কিয়োলজিক্যাল সার্ভে টিম। ইনট্যাকের রাজ্য কনভেনর অমিয় ভুষণ ত্রিপাঠী জানান, ভারতের কোনও নদীর বুকে এ ধরনের সমীক্ষা এই প্রথম। ট্রাস্টের এটি পাইলট প্রোজেক্ট হিসেবে উল্লেখ করা হয়। তিনি জানান, মহানদীর গতিপথ ধরে ভবিষ্যতে ৯টি জেলায় হেরিটেজের খোঁজে সমীক্ষা চালাবে ইনট্যাক।
Observe All India Protest Day on JUNE 16. Preparation has started all over Bengal for a real and not virtual protest maintaining physical distancing.#LalSalaamComrade pic.twitter.com/4k55qIDI84
— Surjya Kanta Mishra (@mishra_surjya) June 10, 2020
প্রাচীন এই মন্দিরটি যেখানে রয়েছে, আগে তা ‘সাতপাটানা’ হিসাবে পরিচিত ছিল। প্রাকৃতিক বিপর্যয়, বন্যার মতো কারণে মহানদী গতিপথ পরিবর্তন করায়, প্রবাহ পালটে গেলে গোটাগ্রাম নদীগর্ভে বিলীন হয়। প্রত্নতাত্ত্বিকরা জানাচ্ছেন, উনিশ শতকের মাঝামাঝি সময়ে, দুর্বল হয়ে পড়া মন্দিরের দেবদেবীদের সরিয়ে একটি নিরাপদ ও উঁচু স্থানে স্থাপন করা হয়েছিল। পরবর্তীতে সেই পদ্মাবতী গ্রামে গড়ে ওঠে আজকের গোপীনাথ দেব মন্দির। প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট দীপক কুমার নায়েক ও স্থানীয় প্রত্নতত্ত্বে উত্সাহী রবীন্দ্র রানার যুগ্ম প্রয়াসে এই মন্দিরের হদিস মিলেছে। দীর্ঘ অনুসন্ধানের পরেই এই সাফল্য মিলেছে বলে জানা গিয়েছে।