যে রোগীদের শরীরে কোনও উপসর্গ নেই, তাদের থেকে করোনা ছড়াচ্ছে না: হু

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত যে রোগীদের শরীরে কোনও উপসর্গ নেই অর্থাৎ যাঁরা অ্যাসিম্পটম্যাটিক, তাঁদের থেকে সংক্রমণ খুব বেশি ছড়াচ্ছে না। হু-র র ইমার্জিং ডিজিজ বিভাগের প্রধান মারিয়া ভন কেরখোভ এ দিন বলেন, “আমাদের কাছে যে তথ্য ও পরিসংখ্যান রয়েছে তাতে দেখা যাচ্ছে যে সব রোগীর শরীরে উপসর্গ নেই তাঁদের থেকে অন্য কারও শরীরে সংক্রমণ ছড়ানোর হার খুব কম। বলতে গেলে বিরল”। হু-র জেনেভার সদর দফতরে সাংবাদিক বৈঠকের সময় মারিয়া এ ব্যাপারটায় জোর দিতে গিয়ে ফের বলেন, “এটা খুবই বিরল।”

তাঁর কথায়, সরকারের উচিত যে সব কোভিড আক্রান্ত মানুষের শরীরে উপসর্গ রয়েছে তাদের খুঁজে বের করা, আইসোলেশনে রাখা এবং চিকিৎসার বন্দোবস্ত করা।কিন্তু সেই সঙ্গে এও বলেন, “এ ব্যাপারে আরও গবেষণা আরও পরিসংখ্যান দরকার। কারণ, আমাদের কাছে বেশ কয়েকটি দেশের থেকে তথ্য এসেছে। যারা খুব ভাল করে কনট্যাক্ট ট্রেসিং করেছে। তারা দেখেছে, অ্যাসিম্পটম্যাটিক পেশেন্টদের থেকে অন্যজনের শরীরে খুব বেশি সংক্রমণ ছড়াচ্ছে না। এদিন সাংবাদিক বৈঠকে হু-র এই দাবি মাইলফলক হতে পারে বলে অনেক পর্যবেক্ষকের মত।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন