দিল্লির দাঙ্গা কান্ডে অবশেষে জামিন পেলেন সাফুরা জারগার।

অবশেষে বিরোধিতা সত্বেও জামিন পেলেন সাফুরা জারগার! দিল্লির হিংসা সম্পর্কিত একটি মামলায় সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার হওয়া জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের অন্তঃসত্বা ছাত্রী সাফুরা জারগরের মুক্তি বিষয়ে পুলিশ ‘মানবিক কারণে’ বিরোধিতা না করার পরে মঙ্গলবার হাইকোর্ট তাকে জামিন দিয়েছে। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ চলাকালীন ফেব্রুয়ারিতে যে দাঙ্গা হয়েছিল তা নিয়ে বেআইনি কর্মকাণ্ড (প্রতিরোধ) আইনে ১০ এপ্রিল সাফুরা জারগরকে গ্রেফতার করা হয়েছিল।

তাঁকে পরে জামিনও দেওয়া হয়েছিল তবে আরও গুরুতর অভিযোগ এনে ফের তাঁকে গ্রেফতার করা হয়। সাফুরার গ্রেফতারি এবং জেলে পড়ুয়াদের উপর অত্যাচারের তীব্র নিন্দা জানান বহু মানুষ এবং সোশ্যাল মিডিয়াতেও ধিক্কার ওঠে। দিল্লি হাইকোর্ট সাফুরা জারগারকে তদন্তে বাধা দিতে পারে এমন কার্যকলাপে জড়িত না হওয়ার নির্দেশ দিয়েছে। অনুমতি ছাড়া তিনি দিল্লি ছাড়তে পারবেন না। সাফুরা জারগারকে অন্তত ১৫ দিনের মধ্যে একবার ফোনে তদন্তকারী কর্মকর্তার সংস্পর্শে থাকতে হবে এবং ১০,০০০ টাকার ব্যক্তিগত বন্ডও দিতে হবে। অবশ্য সোমবার দিল্লি পুলিশ সাফুরা জারগারের জামিনের আবেদনের বিরোধিতা করে বলে যে “সাফুরার গর্ভধারণের সত্যতা দিয়ে তাঁর অপরাধের তীব্রতা কোনওভাবেই হ্রাস করা যায় না।” কেননা তিহার জেলে গত ১০ বছরে ৩৯ টি শিশুর জন্ম হয়েছে। এক্ষেত্রে আইন কাউকেই রেহাত করেনি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন