এবার রাজ্যের সুন্দরবন গরুমারা অভয়ারণ্যে চোরা শিকার রুখতে বিশেষ প্রশিক্ষিত কুকুর নিয়োগ করা হয়েছে। অভয়ারণ্যগুলিতে চোরা শিকার রুখতে ও জঙ্গল থেকে বেড়িয়ে গ্রামে ঢুকে পরা বাঘ, হরিণ,বুনো শুয়োরদের খোঁজে এই কুকুরদের কাজে লাগানো হবে। রাজ্যের প্রধান মুখ্য বনপাল রবিকান্ত সিনহা শনিবার জানিয়েছেন, মধ্যপ্রদেশের গ্বালিয়রে বিএসএফ পরিচালিত ‘ন্যাশনাল ট্রেনিং সেন্টার ফর ডগস’-এ সফল প্রশিক্ষণপর্বের শেষে শনিবার কলকাতার উদ্দেশে রওনা দিয়েছে সায়ানা এবং অরল্যান্ডো নামে আরও একটি ম্যালিনয়। রবিবার গভীর রাতে তাদের সল্টলেকের বন্যপ্রাণী উদ্ধারকেন্দ্রে পৌঁছনোর কথা। সেখান থেকে সায়নাকে সুন্দরবনে এবং অরল্যান্ডোকে উত্তরবঙ্গের গরুমারা জাতীয় উদ্যানে পাঠানো হবে, রবিকান্ত বলেন, ‘‘এবারের ব্যাচে বিএসএফের ট্রেনিং সেন্টারে মাস ছয়েক ধরে প্রায় ৪০টি কুকুর প্রশিক্ষণ নিয়েছিল। সায়ানা তারে মধ্যে সেরা নির্বাচিত হয়েছে।’’
#SusanthSinghRajput💔fearedofdeath😥howcouldhe💔performedsuicide💔😥😔 pic.twitter.com/C3WVJO1iQ3
— aamarsakal.com (@aamarsakal) June 23, 2020