'গলওয়ান উপত্যকা ভারতেরই ' জানালেন রাসুল গলওয়ানের নাতি।

তাঁর নামেই হয়েছিল উপত্যকার নামকরণ। এক এক্সপিডিশন চলাকালীন একদল ব্রিটিশ পর্যটক পথ হারিয়ে ফেলেন। তাঁদের সঠিক পথ দেখিয়ে নিরাপদে ফিরিয়ে আনেন গুলাম রাসুল গলওয়ান। আর তারপর থেকে ওই উপত্যকা তাঁর নামেই গালওয়ান বলে পরিচিত। তাঁর নাতি মহম্মদ আমিন গালওয়ান জানান, গলওয়ান চিরকালই ভারতের অংশ ছিল, এবং ভবিষ্যতেও তাই থাকবে। পাশাপাশি তিনি আরও জানান, ‘আমার ঠাকুরদার জন্ম ১৮৭৮ সালে। মাত্র ১২ বছর বয়স থেকে তিনি ব্রিটিশ সরকারে হয়ে তিব্বত, কারাকোরাম রেঞ্জ এবং মধ্য এশিয়ায় গাইডের কাজ করতেন। তেমনই এক এক্সপিডিশনে

লর্ড ডানমোরের কারাভান খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে যায়। তখন আমার ঠাকুরদার চেষ্টা এবং তত্‍পরতায় মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরেন লর্ড ডানমোর। সেই থেকেই এই উপত্যকা এবং এখানকার নদীর নাম আমার ঠাকুরদার নামে হয়ে যায়। ১৯৬২ সালেও চিন এই অংশ দখল করার চেষ্টা করেছিল। কিন্তু এই উপত্যকা ভারতের অংশ ছিল এবং থাকবে। তখনও ভারতীয় সৈন্যরা চিনা সৈন্যদের তাড়িয়ে ছেড়েছিলেন, এবারও তাই করেছেন। আমাদের সৈন্যদের শ্রদ্ধা করি এবং দেশের জন্যে তাঁদের বলিদানকে কুর্নিশ জানাই।’

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন