শুধুমাত্র গালোয়ান নয়, আরও চারটি জায়গা লক্ষ্য চিনের, জানালো তিব্বত।

গালোয়ান নিয়ে ভারতকে সতর্ক করল তিব্বত। চিন আগ্রাসী মনোভাব নিয়েই গালোয়ান আক্রমণ করেছে বলে, জানালো তিব্বত। পাশাপাশি তিব্বতের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র গালোয়ান নয় এভাবেই নেপাল, ভুটান, সিকিম ও অরুনাচলপ্রদেশ দখলের লক্ষ্য নিয়েছে চিন। সেন্ট্রাল তিব্বত অ্যাডমিনিস্ট্রেশনের প্রেসিডেন্ট লোবসাং সাঙ্গে জানালেন না, চিনা মাস্টারপ্ল্যানের কেবল একটি পর্ব হল লাদাখ। গোটা হাত দখল করতে নেমেছে চিন, লাদাখ তার একটি আঙুল মাত্র। চিনের স্ট্র্যাটেজি আসলে আরও অনেক বেশি বিধ্বংসী। ভারতের একটি সর্বভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নোবসাং সাঙ্গে ব্যাখ্যা করেন, চিনের কার্যকলাপ আদতে ‘ফাইভ ফিঙ্গার স্ট্র্যাটেজি’ মেনে চলে। লোবসাং সাঙ্গের ব্যাখ্যা, চিন যখন তিব্বত দখল করেছিল তখন নেতা মাও সে তুং এবং সমসাময়িক অন্য চিনের নেতারা বলেছিলেন, তিব্বত হল হাতের তালু। যা দখল করতেই হত চিনকে৷ এর পরে হাতের বাকি পাঁচটা আঙুল দখল করে অধিকারের পরিসীমা বাড়াতে হবে৷ এই পাঁচ আঙুলের প্রথম আঙুলটি হল লাদাখ৷ বাকি চারটি আঙুল হল নেপাল, ভুটান, সিকিম ও অরুণাচলপ্রদেশ৷ সেই স্ট্র্যাটেজিরই অংশ হিসেবে চিন অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার প্রথম আঙুল অর্থাৎ লাদাখের দিকে ঝাঁপিয়ে পড়েছে সর্বশক্তি নিয়ে। বুধবারই পূর্ব লাদাখে ভারত-চিন সেনার মধ্যে সংঘর্ষ নিয়ে বিবৃতি দিতে গিয়ে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র দাবি করেছেন, গালওয়ান উপত্যকা, পুরোটাই চিনের এলাকা। আর হয়ত এভাবেই নিজের আগ্রাসী মনোভাব পূরণের লক্ষ্যে নেমেছে চিন। যদিও ভারত পাল্টা হুশিয়ারি দিয়েছে চিনকে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন