আবারও ভেঙে পড়লো সেতু। অতিরিক্ত ভার বহন করতে না পেরে ভারত – চিন সীমান্তের কাছে অবস্থিত উত্তরাখণ্ডের বেইলি সেতু সোমবার ভেঙে পড়ে। ২০০৯ সালে তৈরি এই সেতুটি ভেঙে পড়ায় ভারত চিন সীমান্তের প্রায় ১৫টি গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, মাটি খোঁড়ার যন্ত্র নিয়ে একটি ট্রাক পাড়াপাড় করার সময় সেতুটি ভেঙে পড়ছে। সেতুটি অতিরিক্ত ভার বহন করতে না পারায়, এই বিপত্তি ঘটেছে। স্থানীয় প্রশাসন সুত্রে
#PetrolPrice#PetrolPriceHike #India#80rupees#dieselcostsmore🤨🔥 pic.twitter.com/ZFXfL94yhb
— aamarsakal.com (@aamarsakal) June 25, 2020
জানানো হয়েছে, পুনরায় সেতু পুর্নগঠনে কমপক্ষে ১৫ দিন সময় লাগবে। কিন্তু ৫০ কিলোমিটারের মধ্যে ভারত চিন সীমান্তের প্রায় ১৫ টি গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যওয়ায় চিন্তিত প্রশাসন। এই ঘটনায় ট্রাক চালক সহ আরও একজন আহত হয়েছেন। ওই ট্রাকের চালক ও আহত আর এক ইঞ্জিনিয়ারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুন্সিয়ারির এসডিএম এ কে শুক্লা জানিয়েছেন, ওই সেতুটির বহন ক্ষমতা ১৮ টন। কিন্তু ওই ট্রাক ও যন্ত্রের মোট ওজন ছিল ২৬ টন। এজন্য ট্রাক চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।