স্বস্ত্রীক করোনায় আক্রান্ত টেনিস তারকা নোভাক জোকোভিচ।

করোনায় আক্রান্ত বিশ্বের একনম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ। তারকা নিজেই জানিয়েছেন তা। জোকারের স্ত্রী এলেনা রিস্টিচও করোনায় আক্রান্ত। তবে তাঁর সন্তানদের রিপোর্ট নেগেটিভ এসেছে। করোনা পরীক্ষার ফল পজিটিভ হলেও ভাইরাসের উপসর্গ দেখা যায়নি জোকোভিচের শরীরে। এ কথা নিজেই জানিয়েছেন চ্যাম্পিয়ন টেনিস খেলোয়াড়। ১৪ দিন তিনি নিভৃতবাসে থাকবেন বলে জানিয়েছেন। দিন পাঁচেক পরে আবার পরীক্ষা করাবেন ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা। নিজের দেশ সার্বিয়ার বেলগ্রেডে প্রদর্শনী টুর্নামেন্ট আয়োজন করে প্রবল সমালোচিত হয়েছেন জোকোভিচ।সোশ্যাল

ডিসট্যান্সিংয়ের তোয়াক্কা করা হয়নি সেখানে। গ্যালারি ভর্তি দর্শকের মধ্যেই কোর্টে নেমেছেন টেনিস খেলোয়াড়রা। খেলার শেষে হাতও মেলান তাঁরা। আর তা নিয়েই প্রবল সমালোচনার ঝড় বয়ে যায়। তারমধ্যেই এই খবরে চিন্তিত বিশ্বের জোকোভিচের ভক্তরা। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ভক্তরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন