দুর্বার গতিতে এখনও ঊর্ধ্বগামী পেট্রল-ডিজেলের দাম। লকডাউনের শিথিল হওয়ার দিন থেকেই ঊর্ধ্বগামী পেট্রল-ডিজেলের দাম। টানা ১৭ দিন বাড়ার পর বুধবার পেট্রলের দাম সাময়িক থিতু হয়। কিন্তু ডিজেলের দামের বৃদ্ধি নতুন রেকর্ড ছোঁয়। একনাগাড়ে বেড়ে দিল্লিতে লিটারে পেট্রলের থেকে বেশি দামি হয়ে যায় ডিজেল। এর আগে কখনও এমন ঘটনা কখনও ঘটেনি। বৃহস্পতিবারও অব্যাহত রয়েছে সেই বৃদ্ধি। এই নিয়ে দ্বিতীয় দিন রাজধানীতে পেট্রলের থেকে লিটারে ডিজেলের দাম বেশি। টানা ১৯ দিন ঊর্ধ্বমুখী ডিজেলের দাম।
#PetrolPrice#PetrolPriceHike #India#80rupees#dieselcostsmore🤨🔥 pic.twitter.com/ZFXfL94yhb
— aamarsakal.com (@aamarsakal) June 25, 2020
মঙ্গলবার কলকাতায় লিটারপিছু পেট্রলের দাম ছিল ৮১.৪৫ টাকা। বুধবারও তা অপরিবর্তিত ছিল। তবে ডিজেলের দাম বেড়ে হয় ৭৫.০৬ টাকা। তবে বৃহস্পতিবার শহরে লিটারে পেট্রলের দাম বেড়ে হয়েচে ৮১.৬১ টাকা। ডিজেল এক লিটার কিনতে লাগছে ৭৫.১৮ টাকা। বুধবার দিল্লিতে পেট্রলের দাম ছিল লিটারপিছু ৭৯.৭৬ টাকা। ডিজেলের দাম তার থেকেও বেড়ে লিটারে ৭৯.৮৮ টাকা হয়ে যায়। বৃহস্পতিবার সেই ধারা অব্যাহত রয়েছে। লিটারে ৮০ টাকা ছাড়িয়ে গিয়েছে ডিজেলের দাম। রাজধানীতে এ দিন পেট্রলের দাম লিটারপিছু হয়েছে ৭৯.৯২ টাকা এবং লিটারপিছু ডিজেলের দাম হয়েছে ৮০.০২ টাকা।