মৃত মায়ের কোলেই কাতরাচ্ছে ক্ষতবিক্ষত শিশু, পাশে রক্তাক্ত বাবার লাশ।

স্ত্রীকে খুন করে আত্মঘাতী’ স্বামী, বাদ গেল না তিন বছরের শিশুকন্যাও। আশঙ্কাজনক অবস্থায় শিশুকন্যা চিকিৎসাধীন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনায় তীব্র চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের গড়বেতার বিহারীশোল গ্রামে।
মৃত মহিলা মালতি হেমরম ও তার স্বামী কাঞ্চন হেমরম শালবনির বাসিন্দা। দিন তিনেক আগে তিন বছরের শিশু কন্যা পূজা হেমরমকে নিয়ে স্বামীর সঙ্গে বিহারীশোল গ্রামে বাপের বাড়িতে আসেন। রবিবার ভোররাতে মালতির চিৎকার শুনে ছুটে আসে বাপের বাড়ির সদস্যরা। তবে দরজা ভেতর থেকে বন্ধ থাকা ছাদের কার্নিশ টপকে ঘরের ভেতরে ঢোকেন তাঁরা।

স্বামী, স্ত্রী দুজনকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয় বাড়ির ভেতর থেকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিস। মায়ের কোলেই ছুরির আঘাতে ক্ষতবিক্ষত রক্তাক্ত শিশুটি কাতরাচ্ছিল।
গুরুতর আহত অবস্থায় প্রথমে শিশুকন্যাকে নিয়ে যাওয়া হয় দ্বাড়িগেড়িয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে,অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন