২২ হাজার কর্মী ছাঁটাই লুফথানসা বিমান সংস্থার।

অধিকাংশ দেশের করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে প্রত্যেকটি বেসরকারি সংস্থাই আর্থিকভাবে বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছে। এজন্য জার্মান বিমান সংস্থা লুফথানসা পূর্ণ সময়ের ২২,০০০ কর্মীকে ছাঁটাই করার কথা ঘোষণা করেছে। সংস্থার তরফে জানানো হয়েছে, সাম্প্রতিক ভবিষ্যতে বিমান পরিবহণের চাহিদা আশানুরূপ হওয়ার সম্ভাবনা নেই। সেই কারণেই এই সিদ্ধান্ত নিতে হচ্ছে সংস্থাকে। সংকটজনক পরিস্থিতিতে লুফথানসা ১০০টি উড়ান কম চালাবে বলে জানানো হয়েছে।

তার জন্যই সংস্থার পূর্ণ সময়ের ২২,০০০ কর্মীকে সরাতে হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এঁদের মধ্যে অর্ধেক কর্মী জার্মানির। লুফথানসা গ্রুপের মোট ১,৩৫,০০০ কর্মীর মধ্যে ১৬%-কে ছাঁটাই করা হচ্ছে। প্রথম কোয়ার্টারে ২.১ বিলিয়ন ইউরোর লোকসান হওয়ার পর এই বিমানসংস্থার জন্য ৯ বিলিয়ন ইউরোর বেল আউট ঘোষণা করেছে জার্মান সরকার। এর দ্বারা গ্রুপের ২০ শতাংশ শেয়ার চলে যাবে জার্মান সরকারের ঘরে। এভাবেই বহু সংস্থা আর্থিক ক্ষতি রুখতে কর্মী ছাঁটাইয়ের পথ বেছে নিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন