ভারতে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘিত হচ্ছে, রিপোর্টে দাবি আমেরিকার।

ভারতে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘিত হচ্ছে, এই মর্মে একটি রিপোর্ট প্রকাশ করেছেন আমেরিকায় ট্রাম্প প্রশাসনের এক শীর্ষ স্থানীয় কূটনীতিক। ওই রিপোর্ট অনুযায়ী, ২০০৮ থেকে ’১৭ সালের মধ্যে ভারতে ৭৪৮৪ টি সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছে। তাতে ১১০০-র বেশি মানুষ মারা গিয়েছেন।মার্কিন কংগ্রেসে পেশ করা ওই রিপোর্টে বিশ্ব জুড়ে ধর্মীয় স্বাধীনতা হরণের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি নথিভুক্ত করা হয়েছে। এর আগেও আমেরিকা থেকে ভারতে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ভারত সরকার প্রতিবারই বলেছে, ওই রিপোর্ট ভিত্তিহীন।

ভারতের সংবিধানে যে অধিকার দেওয়া হয়েছে, তা সুরক্ষিত আছে। গত বুধবার ব্রাউনব্যাক বিদেশী সাংবাদিকদের বলেন, “ভারতে যা ঘটছে, তা নিয়ে আমরা উদ্বিগ্ন। ঐতিহাসিকভাবে ভারত পরমতসহিষ্ণু। অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল।” পরে তিনি বলেন, “আমরা সম্প্রতি ভারতে নানা সমস্যা দেখতে পাচ্ছি। আমি আশা করি, ভারতে বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে শীর্ষস্তরে আলাপ-আলোচনা শুরু হওয়া দরকার। যে সমস্যাগুলির কথা আমরা বলছি, সেগুলির কথাও আলোচনায় আসা দরকার।” ভরতের পক্ষ থেকে এই দাবি নস্যাৎ করা হয়েছে। কেননা ইতিপূর্বেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “কোভিড ১৯ কোনো জাতি, ধর্ম, বর্ণ বা ভাষা বিচার করে না। সুতরাং ঐক্য ও ভ্রাতৃত্বের ভিত্তিতেই তাকে মোকাবিলা করতে হবে।”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন