করোনা চিকিৎসায় নয়া পথ দেখালো আমেরিকার ভারতীয় বংশোদ্ভূত এক চিকিৎসক। ফুসফুস প্রতিস্থাপনে সফল অস্ত্রোপচারে বাঁচলেন করোনা রোগী। এক কোভিড রোগীর ফুসফুস প্রতিস্থাপনের অস্ত্রোপচার সফল হল তাঁর নেতৃত্বে। অঙ্কিত ভারত নামের ওই চিকিৎসকের প্রশংসায় পঞ্চমুখ মার্কিন মুলুকের চিকিৎসা জগৎ। সম্প্রতি মাত্র কুড়ির কোঠার এক রোগিণী করোনাভাইরাসে সংক্রামিত হয়েছিলেন বলে জানা গেছে। তাঁর ফুসফুসের মারাত্মক ক্ষতি হয়েছিল। স্বাভাবিক পাম্পিংয়ের ক্ষমতা হারিয়েছিল ফুসফুস। ফলে বেশ কিছুদিন ধরে তাঁকে ভেন্টিলেশনে রাখতে হয়েছিল।
Who did this ? 😂😂😂😂 #AnjanaOmKashyap pic.twitter.com/sdrx6KjcV8
— आत्मनिर्भर Mota Bhai™ (@tadipaar_hun) June 12, 2020
শিকাগোর নর্থওয়েস্টার্ন মেডিসিন হাসপাতাল জানিয়েছে, বাঁচার প্রায় আশাই ছিল না ওই তরুণীর। তাঁর ফুসফুস পুরোপুরি সংক্রামিত হয়, ধীরে ধীরে অ্যান্টিবায়োটিকও কাজ করা বন্ধ করে দেয়। ভেন্টিলেশনেও শ্বাস নিতে সমস্যা হতে থাকে তাঁর। এই পরিস্থিতিতে ফুসফুস প্রতিস্থাপন ছাড়া আর কোনও উপায় খুঁজে পাননি চিকিৎসকরা। ওই হাসপাতালের থোরাসিস সার্জারির প্রধান এবং নর্থ ওয়েস্টার্নের ফুসফুস প্রতিস্থাপন প্রোগ্রামের সার্জিক্যাল ডিরেক্টর অঙ্কিত ভারত দায়িত্ব নেন অস্ত্রোপচারের। সফলও হন তিনি। অঙ্কিত জানান, কোভিডের চূড়ান্ত সংক্রমণের ক্ষেত্রে আরও বেশি করে অঙ্গ প্রতিস্থাপনের প্রয়োজন পড়বে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সাফল্য অনেক রোগীর ক্ষেত্রে নয়া দিশা দেখাবে। এর ফলে করোনায় অকাল মৃত্যু রোধ করা সম্ভব হবে।