চিনের রাজধানী বেইজিংয়ে করোনা পরিস্থিতি আবারও উদ্বেগ বাড়িয়েছে সরকারের। হু হু করে বাড়ছে করনা আক্রান্তের সংখ্যা। এই মুহূর্তে শহরে অধিকাংশ বাসিন্দার করোনার পরীক্ষা করা হবে। রাজধানীর শিনফাডি পাইকারি বাজার থেকে নতুন করে করোনা সংক্রমণ শুরু হয়েছে। চলতি বছরের শুরুতেই লকডাউন ও ব্যাপক টেস্টিং-এর মাধ্যমে করোনা মহামারীকে রুখে দিয়েছিল চিন। রাজধানীতে ফের সংক্রমণ শুরু হওয়ায় অনেকে আশঙ্কা করছেন, নতুন করে ফিরে আসছে ওই রোগ। সোমবার শহরে মোট ২৭ জন কোভিড ১৯ রোগে আক্রান্ত হয়েছেন।
Interacting with Chief Ministers on Covid-19. https://t.co/BBPkxL466O
— Narendra Modi (@narendramodi) June 16, 2020
গত পাঁচ দিনে বেজিং-এ করোনায় আক্রান্ত হয়েছেন ১০৫ জন। এরপরে শহরের ১০৬ টি অঞ্চলে জারি হয়েছে লকডাউন। কয়েক হাজার মানুষের করোনা টেস্ট হয়েছে। এরপরেই বেজিং পুর প্রশাসনের মুখপাত্র শু হেজিয়ান বলেন, রাজধানীতে করোনা পরিস্থিতি গভীর উদ্বেগজনক। বেজিং-এ সংক্রমণ ছড়ানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হু-ও। বেজিং পুর প্রশাসন থেকে জানানো হয়েছে, শহরের প্রতিটি বাজারের দোকানদার ও ম্যানেজারদের টেস্ট করা হবে। শিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে, রাজধানীতে এখন দৈনিক ৯০ হাজার মানুষের করোনা পরীক্ষা করা সম্ভব। মঙ্গলবার বেজিং-এর পুর প্রশাসন জানিয়েছে, রাজধানী থেকে কোনও গাড়ি বাইরে যাবে না। ইতিমধ্যে বেজিং থেকে যাঁরা দেশের নানা প্রান্তে গিয়েছেন, তাঁদের কোয়ারান্টাইনে রাখতে বলা হয়েছে। রাজধানীতে বন্ধ করে দেওয়া হয়েছে সবরকমের ইনডোর গেমস।