দেশে মিলল সোনার খনির খোঁজ, জেনে নিন কোথায় !

পড়শি রাজ্য ঝাড়খণ্ডের জামশেদপুরের কাছে সোনার খনির খোঁজ মিলেছে বলে জানিয়েছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জিএসআই)। অনেক দিন ধরেই এনিয়ে খোঁজ খবর চালাচ্ছিল জিএসআই। সোনার খনি থাকার সম্ভাবনার খবর মিলতেই অনুসন্ধান শুরু হয়। এবার ফাইনাল রিপোর্ট দিল জিএসআই। শনিবার সংস্থার পক্ষে জানানো হয়েছে, ইতিমধ্যেই সেই রিপোর্ট ঝাড়খণ্ড সরকারের হাতে দেওয়া হয়েছে। গত ৩ জুন ওই রিপোর্ট জমা দিয়েছে জিএসআই।

তাতে বলা হয়েছে, ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার ভিতরদারি গ্রামে রয়েছে ওই স্বর্ণ খনি। শিল্প শহর জামশেদপুরের ২০ কিলোমিটার দক্ষিণে ওই গ্রামে মাটির নীচে কমপক্ষে ২৫০ কেজি সোনা রয়েছে। খুব তাড়াতাড়ি ওই স্বর্ণ খনি খোঁড়ার জন্য নিলাম করা হবে। জিএসআই-এর রিপোর্ট বলা হয়েছে, ভিতরদারি, হাকেগোরা এলাকায় যে পরিমাণ স্বর্ণ আকর রয়েছে তা থেকে আনুমানিক ২৫০ কেজি সোনা মিলতে পারে। জানা গিয়েছে, ১৫০ মিটার গভীরে রয়েছে সোনা। ২০০৯-১০ সাল থেকেই ওখানে খোঁড়াখুড়ি শুরু করে জিএসআই। অবশেষে সাফল্য মিলেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন