অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর।

ফের বধূহত্যার অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার কুলতলির কাঁকসায় স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলায় খুন করা হল ৬ মাসের অন্তঃসত্ত্বাকে। অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। মৃতার নাম আয়েশা মন্ডল।জানা গিয়েছে, কিছুদিন আগে স্বামীর বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলেন আয়েশা। তারপর থেকেই তার উপর অত্যাচার মাত্রা ছাড়িয়েছিল। মৃতার বাবার অভিযোগ, বেশ কয়েকবার আয়েশা তাঁকে বাপের বাড়ি নিয়ে আসার জন্যও জানান আয়েশা। কিন্তু আরও দুই সন্তানের কথা ভেবে শেষে স্বামীর বাড়িতেই থেকে যান তিনি।

গতকাল সন্ধ্যায় আন্ধারিয়াতে একটি ভেড়ির কাছে আয়েশাকে নিয়ে গিয়ে তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ মৃতার বাবার। এই ঘটনায় কুলতলি থানায় স্বামী সহ শ্বশুর-শাশুড়ি ও দেওরের নামে খুনের অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিস।
এদিন সকালে এলাকাবাসী ভেড়ির কাছে দেহ পড়ে থাকতে দেখে পুলিসকে খবর দেয়। পুলিস এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিস সূত্রে খবর, খুনের ঘটনায় স্বামী শুকুর আলি মণ্ডল নিজেই থানায় এসে অপরাধ কবুল করে। তাকে গ্রেফতার করেছে পুলিস।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন