পাকিস্তানের ১০ ক্রিকেটারের সংক্রমন, ইংল্যান্ড সফর নিয়ে সংশয় !

পাকিস্তান শিবিরে এবার হানা দিল করোনাভাইরাস। সোমবার এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রথমে জানায়, দলের তিন ক্রিকেটার শাদাব খান, হ্যারিস রৌফ এবং হায়দার আলির শরীরে করোনাভাইরাস পজিটিভ ধরা পড়েছে। তাঁদের নিভৃতবাসে পাঠানো হয়েছে। এরপর পাকিস্তান ক্রিকেট দলের আরও ৭ ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে পাক ক্রিকেট দলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ জনে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।নতুন আক্রান্তরা হলেন, ফকর জামান, ইমরান খান, কাসিফ ভাট্টি, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ রিজওয়ান,

মোহাম্মদ হাসনাইন এবং ওহাব রিয়াজ। আগামী রবিবার ইংল্যান্ড উড়ে যাবে পাকিস্তান দল। তার আগে ক্রিকেটারদের করোনা-পরীক্ষা করা হয়েছিল। রবিবার রাওয়ালপিন্ডিতে করোনার পরীক্ষা হয়েছিল এই তিন ক্রিকেটারের। এ দিন রিপোর্টে দেখা যায়, তাঁরা করোনা-আক্রান্ত। পিসিবি বিবৃতিতে বলেছে, “করোনা আক্রান্ত হলে যে উপসর্গ দেখা যায়, তা এই তিন ক্রিকেটারের মধ্যে দেখা যায়নি। পিসিবি-র মেডিক্যাল প্যানেল এদের সঙ্গে যোগাযোগ রেখেছে এবং নিভৃতবাসে যাওয়ার পরামর্শ দিয়েছে।” পরে আবার ৭ জনের করোনা সংক্রমণ হওয়ায় ইংল্যান্ড সফর নিয়ে সংশয় দেখা দিয়েছে। অবশ্য এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন