তুমুল তর্কে থানার মধ্যেই সহকর্মীকে গুলি করে গ্রেফতার কনস্টেবল।

দিল্লিতে তুমুল তর্কে থানার মধ্যেই সহকর্মীকে গুলি করে গ্রেফতার হলেন এক কনস্টেবল। জানা গিয়েছে, তর্কাতর্কির জেরে সার্ভিস রিভলভার থেকে সহকর্মীকে গুলি চালিয়ে দেন দিল্লি পুলিশের ওই কনস্টেবল। সহকর্মীকে খুনের চেষ্টার অভিযোগে অভিযুক্ত ওই কনস্টেবলকে শনিবার গ্রেফতার করেছে পুলিশ। ভয়ানক এই ঘটনাটি ঘটেছে দিল্লির শাহদরার সীমাপুরি থানায়। দিল্লি পুলিশ সূত্রে খবর, এই শুট-আউটের ঘটনায় গুরুতর জখম পুলিশকর্মী এখন নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের ট্রমা ওয়ার্ডে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। আমোদ ভাদানা নামে ওই পুলিশকর্মীর অবস্থা

আশঙ্কাজনক। জানা গিয়েছে, অভিযুক্ত কনস্টেবলের নাম রবীন্দর নগর। জানা গিয়েছে, অফিসের কাজ সম্পর্কিত বিষয়ে দু’জনের মধ্যে তুমুল বচসা চলছিল। আচমকা নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে দেন রবীনন্দন। ডেপুটি কমিশনার অফ পুলিশ (শাহদরা) অমিত শর্মা জানান, রবীন্দর নগরকে গ্রেফতার করে জেরা করা হচ্ছে। ইতিমধ্যে অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন