পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি টানা ২১ দিন ধরে ।

একদিকে যেমন দেশে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে, তেমনি অন্যদিকে টানা পরপর প্রায় প্রতিদিনই পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে। লাগাতার দাম বেড়েই চলেছে পেট্রোল ও ডিজেলের৷ শনিবার এই নিয়ে ২১ দিন অয়েল মার্কেটিং সংস্থা এইচপিসিএল, বিপিসিএল, আইওসি পেট্রোলের দাম বাড়িয়েছে ৷ টানা ২১ দিন বাড়ল জ্বালানির দাম । এ দিন পেট্রোলের দাম বেড়েছে ২৫ পয়সা, ডিজেলের দাম বেড়েছে ২১ পয়সা প্রতি লিটারে।কলকাতায় আজ পেট্রোলের দাম বাড়ল ২৪ পয়সা। প্রতি লিটারে ডিজেলের দাম বাড়ল ১৯ পয়সা।আজ কলকাতায় পেট্রোলের দাম ৮২.০৭ টাকা, কলকাতায় ডিজেলের দাম ৭৫.৫৪ টাকা।২১দিনে পেট্রোলের দাম বাড়ল ৮.৭৫টাকা, ২১ দিনে ডিজেলের দাম বাড়ল ৯.৯০ টাকা। মুম্বইয়ে আজ পেট্রোল ৮৭ টাকা ১৪ পয়সা, ডিজেল ৭৮ টাকা ৭১ পয়সা। রাজধানী দিল্লিতে পেট্রোল ৮০.৩৮ টাকা, ডিজেল ৮০.৪০টাকা প্রতি লিটারে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন