আর অল্প দিনই বাকি মার্কিন দেশে ভোটযুদ্ধের। ডেমোক্র্যাটদের হয়ে ডোনাল্ড ট্রাম্পের সিংহাসনের দাবিদার হয়ে মাঠে নেমেছেন জো বিডেন।
কিন্তু করোনাকালে নির্বাচনী প্রচার নিয়ে চিন্তায় সব পক্ষই। তাই ভরসা একমাত্র ডিজিটাল প্ল্যাটফর্ম।
জো বিডেনের ডিজিটাল প্রচারের প্রধান হলেন ভারতীয় বংশোদ্ভূত মেধা রাজ। ট্রাম্পকে হারাতে বিডেনের হয়ে ডিজিটাল লড়াইয়ের ছক কষার সম্পূর্ণ দায়ভার মেধার। নিজেই নিজের সোশাল মিডিয়ায় লিখেছেন, “জো বিডেনের ডিজিটাল প্রচারের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছি। ১৩০ দিন বাকি নির্বাচনের। এক মিনিটও অপচয় করব না।”
তাই সুদূর মার্কিন মুলুকে যদি পালাবদল ঘটে তাহলে সেই ঘটনার সঙ্গে একজন ভারতীয়র নামও জড়িয়ে থাকবে। বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে ডিজিটাল প্রচারেই জোর দিচ্ছেন জো বিডেন। তাঁর ডিজিটাল প্রচারের ডেপুটি ডিরেক্টর হিসেবে কাজ করছেন ক্লার্ক হামফ্রে।
মেধা ইন্টারন্যশনাল পলিটিকস নিয়ে জর্জটাউন বিশ্ববিদ্যালয় স্নাতক হয়ে স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ে এমবিএ করেছেন।
৩ নভেম্বর নির্বাচন, সেখানেই লড়াই ট্রাম্প ও বিডেনের। ৭৭ বছর বয়সী বিডেনের সঙ্গে ৭৪ বছর বয়সী ট্রাম্পের লড়াইয়ে মেধা যে সক্রিয় ভুমিকা নিতে চলেছেন তা আন্দাজ করা যায়।