মন্দারমণি সৈকতে ভেসে এল তিমির মৃতদেহ এলাকায় চাঞ্চল্য।

সাতসকালে মন্দারমণিতে ভেসে এল বিশালাকার তিমির মৃতদেহ। প্রায় ৩৫ ফুট লম্বা ও কয়েক কুইন্টাল ওজনের তিমিটিকে দেখতে সকালবেলাই ভিড় জমে যায় সৈকতে। ছোটখাটো হাতির চেহারার তিমির মৃতদেহ ভেসে আসার খবর পেয়ে ঘটনাস্থলে যান বন দফতরের কর্মীরা।
বিশাল আকারের তিমিটিকে সোমবার সকালে মন্দারমণির সৈকতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন মত্‍স্যজীবী ও স্থানীয় বাসিন্দারা। এরকম বিশাল চেহারার তিমির দর্শন দিঘা-মন্দারমণি উপকূলে খুব কমই দেখা গিয়েছে। তাই তিমির মৃতদেহ নিয়ে রীতিমতো হইচই শুরু হয়ে যায় সৈকত শহরে। সৈকতে তিমির মৃতদেহ পড়ে থাকার খবর স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বন দফতরের কর্মীরা।
তিমিটির দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায় বন দফতর। প্রাথমিকভাবে তিমিটির গায়ে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। সমুদ্রে কোনও জাহাজ বা ট্রলারে ধাক্কা লেগেই তিমিটির মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা।
মৃত তিমিটি লম্বায় অন্তত ৩৫ ফুট। চওড়াও প্রায় ১০ ফুটের কাছাকাছি। মুখের গোল অংশের উচ্চতা প্রায় পাঁচ তিমি দেখতে সকাল থেকেই সমুদ্রতীরে ভিড় জমান আশপাশের গ্রামের মানুষ। তিমিটির ওজন আনুমানিক এক হাজার কিলো বলে মৎস্যজীবীদের দাবি।
যদিও মন্দারমণি সৈকতে তিমি উদ্ধারের ঘটনা নতুন নয়। বছর দুয়েক আগে একটি নীল তিমির মৃতদেহ ভেসে এসেছিল এই সৈকতে। তার আগেও বেশ কয়েকবার মৃত তিমি ভেসে এসেছে এই সৈকতে। এই তিমিটির প্রজাতি সম্পর্কে বন দফতর এখনও কিছু জানায়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন