পর্যটকরা করোনা আক্রান্ত হলেই ৩ হাজার ডলার ‘পুরস্কার’।

সারা বিশ্ব কাঁপছে করোনা আতঙ্কে। এরকম পরিস্থিতিতে উজবেকিস্তানের প্রস্তাব শুনলে চমকে যেতে পারেন আপনিও। বিশ্ব মহামারির দৌলতে সারা বিশ্বের কমবেশি সব দেশই পর্যটকদের প্রবেশের উপর নানারকম বিধিনিষেধ জারি করছে। আর সেই পরিস্থিতিতে উল্টো চিত্র উজবেকিস্তানে।
দেশে পর্যটক টানতে লোভনীয় প্রস্তাব সে দেশের সরকারের। এ দেশে বেড়াতে এসে যদি কেউ করোনায় আক্রান্ত হন, তাহলে তাঁকে ৩০০০ ডলার দেওয়া হবে চিকিত্সার জন্য। এমনটাই জানিয়েছে সে দেশের সরকার।
করোনার জেরে উজবেকিস্তানেও লকডাউন জারি হয়েছিল। সম্প্রতি সেই লকডাউন তুলে নেওয়া পর ‘সেফ ট্র্যাভেল গ্যারান্টেড’ নামে প্রচার শুরু করেছে উজবেকিস্তান। প্রচুর পরিমাণে পর্যটক টানতেই এমন অভিনব উদ্যোগ বলে সরকারি সূত্রে খবর। ইনসাইডার-এর প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, গত মঙ্গলবার এ বিষয়ে অনুমোদন দিয়েছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শভকত মিরজিওয়েভ।
প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণের জেরে সারা বিশ্বের পর্যটন শিল্পই ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। উজবেকিস্তানও তার থেকে রেহাই পায়নি। দেশের অর্থনীতিকে ধাক্কা থেকে বাঁচাতে এখন মরিয়া সে দেশের সরকার। তাই সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েই পর্যটক টানতে উদ্যোগী হয়েছে উজবেকিস্তান। প্রশাসনের তরফে আশ্বাস দিয়ে এমনও বলা হয়েছে যে, ভ্রমণে এসে কোনও পর্যটক কোভিডে আক্রান্ত হলে তাঁদের চিকিত্সার খরচ বহন করা হবে।
তবে যে সব দেশ থেকে সংক্রমণের সম্ভাবনা আপাতক্ষেত্রে কম সেই সব দেশ যেমন, চিন, ইজরায়েল, জাপান এবং দক্ষিণ কোরিয়া থেকে পর্যটকরা উজবেকিস্তানে ঘুরতে যেতে পারেন। পাশাপাশি এটাও বলা হয়েছে, ব্রিটেন এবং ইউরোপ থেকে যদি কোনও পর্যটক আসেন, তা হলে তাঁদের ১৪ দিন কোয়রান্টিনে থাকতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন