লাদাখ সীমান্তে চিনা সেনার সঙ্গে সংঘর্ষে ভারতীয় ২০ জওয়ানের মৃত্যুর প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে চিনা দ্রব্য বয়কটের ডাক দিয়েছেন। এবার সেই পথে হাঁটলো জ্যোমাটো বয়রা। ব্যবসায় ঢুকছে চিনের বিনিয়োগ৷ তাই তা বর্জন করতে, টি শার্ট পুড়িয়ে প্রতিবাদ করলেন জ্যোমাটো-র বেশ কিছু কর্মী৷ সীমান্তে চিনের হামলা এবং ২০জন সেনার মৃত্যুতে এভাবেই প্রতিবাদে মুখর হল বেহালা এলাকা৷ অনেক কর্মী আবার দাবি করেছেন যে তারা প্রতিবাদের ফলে চাকরিও ছেড়েছেন৷ এমনকী এই ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করতে নিষেধ করেছেন কর্মীরাই৷ ২০১৮ চিনের সর্ববৃহৎ সংস্থা
#Ladakh#SahidSyamalKumarDe#Salutation#sacrificingforcountry#India#love&respect🇨🇮🙏 pic.twitter.com/2BkNe4ua8k
— aamarsakal.com (@aamarsakal) June 28, 2020
আলিবাবার একটি অংশ অ্যান্ট ফিনান্সিয়াল জ্যোমাটো-এ বিনিয়োগ করে৷ প্রথমে ১৪.৭ শতাংশের মালিকানা তাদের থাকলেও, পরবর্তীতে বিনিয়োগের পরিমাণ আরও বাড়ানো হয়৷ ‘চিন আমাদের থেকে মুনাফা করে, সেই টাকায় আবার আমাদের সেনার ওপর হামলা চালাচ্ছে৷ আমাদের জমি কেড়ে নেওয়ার চেষ্টা করছে৷ এটা হতে পারে না’, বক্তব্য এক বিক্ষোভকারীর৷ অন্যদের মত, তারা না খেয়ে থাকলেও, চিনার স্টেক রয়েছে, এমন সংস্থায় কাজ করবেন না৷