চিন দেশেই সর্বপ্রথম নভেল করোনা ভাইরাস থাবা বসায়। পরিস্থিতি মোকাবিলা করতে দীর্ঘ লকডাউনের পথে হেঁটেছিলো চিন। আর এভাবেই হার মানিয়ে ছিলো করোনাকে। কিন্তু চিনে ফের নতুন করে দেখা দিয়েছে নভেল করোনাভাইরাস। রবিবার ৫৭ জন আক্রান্ত হয়েছিলেন। সোমবার ফের নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯ জন। আর তারপরেই কড়া পদক্ষেপ নিয়েছে চিন। রাজধানী বেজিংয়ে শুরু হয়েছে গণহারে নমুনা পরীক্ষা। বেজিংয়ের ১০ জায়গায় লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। জানা গিয়েছে, নতুন আক্রান্তের মধ্যে ৩৬ জন বেজিংয়ের।
🔹️ Are 50000 ventilators being manufactured in India within few days?
🔹️Which Indian companies have actually received orders from GoI for 50000 ventilators?
🔹️Is US donating these 50000 ventilators?
🔹️If donated, then how can PM-CARES stickers be used on them? https://t.co/Sib281kDeT— Geet V (@geetv79) June 15, 2020
এই শহরের কাঁচা মাংসের বাজার থেকেই ফের সংক্রমণ ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। এপ্রিল মাসের পর থেকে এই দেশে সংক্রমণ একেবারে কমে গিয়েছিল। গত সপ্তাহে ফের সংক্রমণ ধরা পড়ে। গত দু’দিনে তা বেশ বেড়েছে। ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, বেজিংয়ে ৩৬ জন আক্রান্ত ছাড়া পার্শ্ববর্তী হেবেই প্রদেশে তিনজন আক্রান্ত হয়েছেন। বাকি ১০ জন আক্রান্ত সম্প্রতি বিদেশ থেকে চিনে ফিরেছেন বলে খবর। বেজিংয়ের কাঁচা মাংসের বাজার লাগোয়া বাসিন্দাদের নমুনা সংগ্রহ শুরু হয়েছে। তাছাড়া গত এক সপ্তাহে যাঁরা ওই বাজারে গিয়ে ছিলেন তাঁদেরও নমুনা পরীক্ষা করা হচ্ছে বলে খবর।