ইসলামাবাদে ভারতীয় দূতাবাস কর্মী অফিসারদের নিরাপত্তা নিয়ে গত কয়েক দিন ধরেই উদ্বেগ জানাচ্ছিল নয়াদিল্লি। সেই আশঙ্কাই সত্যি হল! সোমবার সকাল থেকে ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের দুই কর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি পাক সরকারকে দূতাবাসের তরফে যেমন জানানো হয়েছে, তেমনই তা জানিয়েছে নয়াদিল্লিও।ক’দিন আগেই নয়াদিল্লিতে পাকিস্তানি দূতাবাসে কর্মরত দুই অফিসারকে চর অভিযোগ আটক করে ভারত। ঘরোয়া ভাবে গোয়েন্দারা জানিয়েছেন, আইএসআইয়ের হয়ে এ দেশে চরবৃত্তি করছিলেন ওই দুই অফিসার।
An artist’s 👩🎨 attempt to interact with the unknown; with a Tesseract 🕳 !#Crucifixion (Corpus Hypercubus)
By #Dali 👩🎨🕴🏻🔥 🌈 #CHRISTonaPolyhedronnet ☦️ #4D ♾#nuclearmysticism 🎶#dimensions 🔱#transcendentcubism 🦋 pic.twitter.com/XP1nGJELjo— Sushant Singh Rajput (@itsSSR) January 14, 2019
তাঁদের পাকিস্তানে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে সাউথ ব্লক। কিন্তু সে ঘটনার পর থেকেই ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে নিযুক্ত এ দেশের কূটনীতিক, অফিসার, কর্মীদের উপর পাক নজরদারি বাড়ানো হয়েছে। অভিযোগ, কখনও দেখা যাচ্ছে বাড়ির বাইরে থেকে কেউ ভিতরের দিকে উঁকিঝুঁকি মারছে তো কেউ বাইক নিয়ে বা গাড়িতে পিছন থেকে অনুসরণ করছে। সম্প্রতি ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় এক কূটনীতি এ সংক্রান্ত একটি ভিডিও নয়াদিল্লিতে পাঠিয়েছিলেন। তাতে দেখা যাচ্ছিল, তিনি বাড়ি থেকে বেরিয়ে দূতাবাসের দিকে যখন যাচ্ছেন তখন কেউ বাইকে চরে তাঁকে অনুসরণ করছেন। গত সপ্তাহখানেকের বেশি সময় ধরে এ হেন উৎপাত চলছে। এর পরই নয়াদিল্লির তরফে ইমরান খান প্রশাসনকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ভারতীয় দূতাবাস কর্মীদের নিরাপত্তা নিশ্ছিদ্র করতে হবে। তাঁর মধ্যেই দুই আধিকারিক নিখোঁজ থাকায় উদ্বেগ বেড়েছে।