রবিবার মাটির নীচে তৈরি হওয়া সেই স্টেশনের ছবি টুইট করেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। দু’দিন আগেই মেট্রো রেলের সেফটি কমিশনারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল ফুলবাগান মেট্রো স্টেশনের সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখেন। তাঁদের সবুজ সংকেতের পরেই ঝকঝকে স্টেশনের ছবি টুইট করে রেলমন্ত্রী লিখেছেন, “কলকাতার পূর্ব পশ্চিম মেট্রো করিডোরের সম্প্রসারণের কাজ দ্রুত এগোচ্ছে। এই করিডোরের প্রথম মাটির নিচের স্টেশন হবে ফুল বাগান।
कोलकाता के पूर्व-पश्चिम मेट्रो कॉरिडोर का विस्तार कार्य प्रगति पर है जिसके अंतर्गत फूल बागान स्टेशन, कॉरिडोर में पहला भूमिगत स्टेशन होगा।
यह स्टेशन शहर के केंद्र से अन्य प्रमुख स्थानों तक बड़ी संख्या में यात्रियों की सुगम आवाजाही को बल प्रदान करेगा। pic.twitter.com/hG8wc87hNS
— Piyush Goyal (@PiyushGoyal) June 14, 2020
এই স্টেশনের মাধ্যমে শহরের অন্য প্রমুখ স্থানে বড় সংখ্যক যাত্রী সুগমে যাতায়াত করতে পারবেন।” বউ বাজার বিপর্যয়ের কারণে মেট্রো প্রকল্পের কাজ কিছুটা ধাক্কা খায়। কিন্তু আংশিক ভাবে তা শুরু করতে দেরি করেনি কেন্দ্রে। অনেকের মতে, পীযূষ গোয়েলদের লক্ষ্য হল একুশের ভোটের আগে ফুলবাগান পর্যন্ত মেট্রো সম্প্রসারণের কাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে উদ্বোধন করানো।প্রসঙ্গত, কলকাতা মেট্রোর সম্প্রসারণের যে কাজ হয়েছে তার কোনও স্টেশনই পাতালে নয়। উত্তরে নোয়াপাড়া বা দক্ষিণে গড়িয়া– সব স্টেশনই উপরে। সেদিক থেকে প্রায় আড়াই দশক পর কলকাতায় ফের কোনও মেট্রো স্টেশন মাটির নীচে তৈরি হল। পর্যবেক্ষকদের মতে, ফুলবাগান পর্যন্ত মেট্রো শুরু হলে অনেক মানুষের সুবিধা হবে।সেই সুদিনের অপেক্ষায় রাজ্যবাসী।