শনিবার সকালে দাসপুরের ২ নম্বর ব্লকে নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তাসেরঘরের মতো ভেঙে পড়লো একটি চারতলা বাড়ি। অবশ্য এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। সূত্রের খবর, ওই বাড়িটিতে কেউ বসবাস করত না। গুদামঘর হিসাবে ভাড়া দিয়েছিলেন ওই বাড়ির মালিক। শিলাবতী নদীর খাল খাল অবৈধভাবে দখল করে পঞ্চায়েতের অনুমতি ছাড়াই বাড়ি তৈরি করেছিলেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার গোমড়াই খালের সংস্কার শুরু হয়। এর পর সকালে ভেঙে পড়ে ওই বাড়ি। এই ঘটনায় ওই এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।
#silabatiriverside#dasparanischintapur#3storydbrickmadeconstruction#breakingdown#noonekilledorwounded#usedasgodownactually😯🤢 pic.twitter.com/clWWcSrW9Z
— aamarsakal.com (@aamarsakal) June 13, 2020
এক প্রতক্ষদর্শী জানিয়েছেন, শনিবার সকালে বাড়িটিকে প্রথমে হেলে যেতে দেখেন স্থানীয়রা। এর পর সকাল সাড়ে ৮টা নাগাদ হুড়মুড় করে ভেঙে যায় গোটা বাড়িটি। খাল দখল করে অবৈধ বাড়ি নির্মাণ করার অভিযোগে মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।