রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের হাতে গ্রেফতার রাজ্যের প্রথম মহিলা লস্কর জঙ্গি। নাম তানিয়া পারভিন। তানিয়া কলকাতার এক বিশ্ববিদ্যালয়ে আরবি নিয়ে এমএ পড়ছিল। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থেকেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। এরপর আদালতে তোলা হলে তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন জানায় এনআইএ। সেই আবেদনের প্রেক্ষিতে তানিয়াকে ১০ দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ সূত্রে খবর, হানি ট্র্যাপ করে সেনাবাহিনীর জওয়ানদের ফাঁসিয়ে গোপন তথ্য সংগ্রহ করত সে। সেই তথ্য পাচার করে দিত ‘নির্দিষ্ট’ জায়গায়।
Dear Nepal,
Seriously?? https://t.co/5wwN00VxtV pic.twitter.com/FxL7gzyLz3— Adnan Sami (@AdnanSamiLive) June 13, 2020
শুধু তাই নয়, রাজ্যে জঙ্গি নিয়োগের গুরুদায়িত্বের অনেকটাই ছিল এই তরুণীর উপরই। গোয়েন্দা সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত ছিল সে। অনেকদিন ধরেই তাঁকে ‘ট্র্যাক’ করছিলেন গোয়েন্দারা। অবশেষে বাদুড়িয়া থেকে মিলল সাফল্য।গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, পশ্চিম ভারতের এক সেনা জওয়ানের সঙ্গে ইতোমধ্যে তানিয়ার ঘনিষ্ঠ চ্যাট ডিটেইল হাতে এসেছে তদন্তকারীদের। সেখানে সেনাবাহিনীর কিছু গোপন তথ্যও রয়েছে। কলকাতার কলেজ ছাত্রী হওয়ার অনেকদিন ধরেই পুলিশের চোখে ধুলো দিচ্ছিল সে। অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে।