বঁটি দিয়ে কুপিয়ে খুন স্ত্রী ও সন্তান, ধৃত স্বামী।

পারিবারিক অশান্তির জেরে স্ত্রী ও তিন বছরের কন্যা সন্তানকে খুনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে, উত্তর দিনাজপুরের ইসলামপুরের রামকৃষ্ণ পল্লীতে। ধৃত ব্যক্তির নাম মুন্না হাজরা। জেলার পুলিশ সুপার শচিন মক্কার জানিয়েছেন, এই খুনের ঘটনার সাথে যুক্ত থাকতে পারে সন্দেহে মৃতার স্বামী মুন্না হাজরাকে আটক করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। মর্মান্তিক এই খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সবজি কাটার বঁটি দিয়ে মা ও মেয়েকে খুন করা হয়েছে বলে পুলিশের অনুমান। ইসলামপুর পুরসভার প্রশাসক কানাইয়ালাল আগরওয়াল বলেন, পারিবারিক অশান্তির কারনেই এই খুনের ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে ঘটনার খবর পেয়েই ছুটে আসে মৃতার ভাই বরুন রায়। তিনি জানিয়েছেন, মাঝেমধ্যেই তার দিদিকে মারধর করত জামাইবাবু মুন্না। তার দাবি জামাইবাবু মুন্নাই দিদি ও ভাগ্নিকে খুন করেছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন