বিশাখাপত্তনমে ওষুধের কারখানায় গ্যাস লিক করে মৃত ২।

কেমিক্যাল প্ল্যান্টে গ্যাস লিকের ঘটনার স্মৃতি উস্কে দিয়ে, এক ওষুধের কারখানায় একই ঘটনা ঘটলো। জানা গিয়েছে সোমবার রাত ১১ টা নাগাদ বিশাখাপত্তনমের একটি ওষুধের কারখানায় গ্যাস লিকের ঘটনা ঘটে। এই ঘটনায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওষুধ কোম্পানির নাম সাইনর লাইফ সায়েন্সেস। বিশাখাপত্তনমের পারওয়াদা অঞ্চলে সেই কারখানা অবস্থিত। পুলিশের উচ্চপদস্থ অফিসার উদয় কুমার জানিয়েছেন, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। যে দু’জন মারা গিয়েছেন, তাঁরা গ্যাস লিকের সময় ঘটনাস্থলে ছিলেন। গ্যাস বেশিদূর ছড়ায়নি।” মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি ওই ঘটনা সম্পর্কে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। দু’মাস আগেই বিশাখাপত্তনমে একটি কেমিক্যাল প্ল্যান্টে গ্যাস লিক হয়ে ১১ জন মারা যান। তাদের মধ্যে ছিল দু’টি শিশু। অসুস্থ হয়ে পড়েছিলেন হাজারের বেশি মানুষ। যে কারখানা থেকে গ্যাস লিক হয়েছিল, তার নাম এল জি পলিমারস।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন