মাস্ক ,স্যানিটাইজার ইত্যাদি প্রোটোকল সহ জগন্নাথ দেবের আজ রথযাত্রা ।

আজ মাসির বাড়ি যাবেন জগন্নাথ দেব। সঙ্গে থাকবেন বলরাম ও সুভদ্রা। যাওয়ার আগে তিনি প্রাতরাশ সারবেন খিচুড়ি ও তিন রকম ভাজা সহযোগে। সেইসঙ্গে থাকবেন ডালের পিঠে। পুরী মন্দিরের প্রধান সেবাইতদের অন্যতম বিজয় কৃষ্ণ সিংহারি। জানিয়েছেন, ” খিচুড়ি সঙ্গে ৩ ভাজা ও পিঠে খেয়ে রথে চড়বেন প্রভু জগন্নাথ। সুপ্রিম কোর্টের নির্দেশে বিকেল থেকে সবাই খুশি। রথের চাকা গড়াবে না এমনটা কল্পনাই করতে পারছিলাম না। তবে প্রভুর শক্তির কাছে সব খড়কুটো। প্রভুর গতি রোখে কার সাধ্য। ” এদিন বিকেলের পর পুরীর সেবাইতদের রশির টানেই এবার মাসির বাড়ি যাওয়া। প্রভুর রথ টানার জন্য থাকছেন ১৫০০ মত সেবায়েত। কোভিড ১৯ প্রোটোকল মেনে স্যানিটাইজার, মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রেখে এগোবে রথ। পুরীর মন্দির চত্বরে ভক্তদের প্রবেশ রুখতে কারফিউ জারি করা

হয়েছে। পুরীর জগন্নাথ দেবের মন্দির সংলগ্ন এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। মন্দির লাগোয়া হোটেল ও বাড়ির ছাদে নিয়ন্ত্রিত করা হচ্ছে যাতায়াত। পুরীতে রথ হলেও ওড়িশার অন্যত্র কোভিড ১৯ এর জন্য রথ বেরোবে না। ভক্তদের পুরীতে ঢোকাতেও নিষেধাজ্ঞা। তাই এবার আনলকে প্রভুর আশীর্বাদ পেতে ভরসা ভার্চুয়াল প্ল্যাটফর্ম। পুরীর রথযাত্রায় সরকারি সীলমোহর পড়ার পরে পরেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানান। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মহাপ্রভুর জগন্নাথ দেবের পুজোও হয়েছে। করোনা মোকাবিলা ও বিশ্ব শান্তির জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে মঙ্গলবার রথযাত্রায় বিশেষ পূজা পাঠ করবেন বলেও জানান রাজেশ দৈতাপতি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন