ভরদুপুরে দুর্গাপুর সিটি সেন্টারে গুলি, চাঞ্চল্য।

ভরদুপুরে গুলির শব্দে চাঞ্চল্য দুর্গাপুর সিটি সেন্টারে। শব্দের উৎস খুঁজতে গিয়ে নজরে পড়ল দুর্গাপুর সিটি সেন্টারের এইচডিএফসি ব্যাঙ্কের এটিএম কাউন্টারের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এক নিরাপত্তারক্ষী। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ডাকাতির ঘটনা ভেবে প্রাথমিকভাবে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কিন্তু পরে দেখা যায়, নিজের বন্দুকের গুলিতেই গুরুতর জখম হয়েছেন শেখ আলাউদ্দিন নামে ওই নিরাপত্তারক্ষী।
জানা গিয়েছে, দুর্গাপুর সিটি সেন্টারে বেঙ্গল সৃষ্টি বিল্ডিংয়ের ওই এটিএমে এদিন দুপুরে টাকার গাড়ি আসে এটিএমে টাকা ভরতে। ওই গাড়িতেই আসেন ২ জন নিরাপত্তারক্ষী। এটিএম মেশিনে ব্যাঙ্ককর্মী টাকা ভরার সময় সামনের সিঁড়িতে দুই পায়ের ফাঁকে বন্দুক নিয়ে বসেছিলেন শেখ আলাউদ্দিন। সেইসময় হঠাৎই গুলি চলে যায় তাঁর নিজের বন্দুক থেকেই। গুলি লাগে শরীরের নিম্নাংশে। গুরুতর জখম হন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিজের বন্দুকের গুলিতেই জখম হন শেখ আলাউদ্দিন। অসাবধানতায় ট্রিগারে হাত পড়ে যাওয়াতেই দুর্ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে। তাঁরা জানান, রক্তাক্ত অবস্থায় প্রায় মিনিট ১৫-২০ পড়েছিলেন শেখ আলাউদ্দিন। তারপর পুলিসের গাড়ি এসে তাঁকে উদ্ধার করে নিয়ে যায়। প্রচুর রক্তপাত হয়েছে ওই নিরাপত্তারক্ষীর।
গুরুতর আহত অবস্থায় দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই নিরাপত্তারক্ষী। তদন্তে নেমেছে দুর্গাপুর থানার পুলিস।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন