মিনিয়াপোলিস পুলিশ ডিপার্টমেন্ট বন্ধ করা হলো, জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদেই এই সিদ্ধান্ত।

পুলিশের অত্যাচারে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যুর পর থেকেই প্রতিবাদে উত্তাল গোটা আমেরিকা। প্রতিবাদের আঁচ পৌঁছেছে হোয়াইট হাউসেও। এই পরিস্থিতিতে মিনিয়াপোলিস পুলিশ ডিপার্টমেন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। কেননা মিনিয়াপোলিস পুলিশ ডিপার্টমেন্টের অফিসার ডেরেক শভিনের হাঁটুর চাপে গলার হার ভেঙে ও শ্বাস বন্ধ হয়ে মৃত্যু হয় জর্জ ফ্লয়েডের। মিনেসোটা সিটি কাউন্সিলের প্রেসিডেন্ট লিসা বেন্ডর সংবাদসংস্থা সিএনএন-কে জানিয়েছেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি মিনিয়াপোলিস পুলিশ ডিপার্টমেন্ট বন্ধ করা হচ্ছে। পরে ফের নতুন করে এই ডিপার্টমেন্ট তৈরি করা হবে। মানুষ ও কমিউনিটির সুরক্ষার নতুন মডেল নিয়ে আমরা এই ডিপার্টমেন্ট ফের চালু করব।” প্রসঙ্গত, গত ২৫ মে মিনেসোটাতে জর্জ ফ্লয়েড নামের ওই কৃষ্ণাঙ্গ যুবককে হেফাজতে নেওয়ার সময় রাস্তাতেই তাঁর গলায় নিজের হাঁটু দিয়ে চেপে রাখেন পুলিশকর্মী ডেরেক শভিন। বারবার জর্জ আকুতি জানাচ্ছিলেন, তিনি শ্বাস নিতে পারছেন না। কিন্তু কিছুতেই পা তোলেননি ডেরেক। কিছুক্ষণ পরে সেখানেই মৃত্যু হয় জর্জের। তারপর থেকেই উত্তাল আমেরিকা। বর্ণ বিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছে। বিক্ষোভের জেরে অবশ্য ডেরেক শভিন ও আরও তিন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়। ডেরেকের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। কিন্তু এখনও বিক্ষোভ থামছে না আমেরিকাতে। বিক্ষোভে সামিল হয়েছে লক্ষ লক্ষ মার্কিন নাগরিক।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন