কলকাতায় কলেজ তরুণীকে গুলি করে খুন প্রাক্তন প্রেমিকের।

শনিবার সকালে ভয়াবহ হত্যাকান্ডের স্বাক্ষী থাকলো কলকাতা শহর। বছর কুড়ির এক তরুণীকে গুলি করে হত্যা করলো প্রাক্তন প্রেমিক। খাস কলকাতার রিজেন্ট পার্ক এলাকায় আজ সকালে ঘটনাটি ঘটেছে। তৃতীয় বর্ষের ছাত্রী। অভিযুক্ত তরুণ জয়ন্ত হালদারের সঙ্গে তাঁর কয়েক বছরের সম্পর্ক ছিল। সম্প্রতি সেই সম্পর্কে ফাটল দেখা যায়। তাই নিয়ে অশান্তির সূত্রপাত। সম্পর্কে ফিরে আসতে জয়ন্ত মেয়েটিকে বোঝানোর চেষ্টা করেছিল বলে জানা গিয়েছে। তবে তাঁদের মধ্যে সম্পর্ক ঠিক হয়নি।

এরপরই শনিবার সকালে রিজেন্ট পার্ক এলাকায় মেয়েটিকে গুলি করে খুন করে জয়ন্ত। জানা গিয়েছে সকালে সেই সময় নিজের বাড়িতে নিজের ঘরে ঘুমিয়েছিলেন ওই তরুণী। ঘরের জানালা খোলা ছিল। রাস্তায় দাঁড়িয়ে জানালার ভেতর দিয়ে হাত গলিয়ে বন্ধুক চালিয়ে তাঁকে খুন করা হয়। খুন করার পরই গা ঢাকা দিয়েছে সে। এই ঘটনায় জয়ন্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই হত্যাকান্ডের কারণে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মনোরোগ বিশেষজ্ঞদের মতে, লকডাউনে মানুষের মধ্যে অপরাধ প্রবণতা বেড়েছে। যার ফলেই এধরনের ঘটনা বৃদ্ধি পেয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন